বাংলা সিরিয়াল

‘নয় ঘটিকার মানে নয় নাইন আর ঘটিকা পট!’পামেলার বাংলা পড়া শুনে বাংলা ভুলে যাচ্ছেন দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বাংলা মিডিয়ামে দেখা যাচ্ছে যে, ফিউচার ড্রিম ড্রিম স্কুলে একজন টিচার হিসেবে জয়েন করেছে ইন্দিরা, কিন্তু যেহেতু সে বাংলা মিডিয়ামের ছাত্রী সেই কারণে তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ফুল টাইম টিচার করার পরিবর্তে তাকে পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করানো হয় বলা হয় আগামী কয়েক মাসের জন্য তাকে দেখা হবে এবং তারপর তার যোগ্যতা বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপর ধারাবাহিকে দেখা যায় যে,ইন্দিরা ফিউচার ড্রিমসে এসে এই স্কুলের একাধিক কুকীর্তির বিষয়ে জানতে পারে, যেমন বেশি টাকা ডোনেশন নিয়ে একজন ছাত্রকে ভর্তি করে তার জায়গায় মেধাবী একজন ছাত্রকে উপেক্ষা করা!-ইত্যাদি বিষয় নিয়ে ইন্দিরা সরব হয় এবং এই কারণে বিক্রমের দিদি সুহানার চোখে দোষী হয়ে যায় ইন্দিরা।

এরপর সুহানা রা চক্রান্ত করে, ইন্দিরা কে স্কুল থেকে ছাড়ানোর। কিন্তু ইন্দিরা বুদ্ধি দিয়ে সেই চক্রান্ত ফাঁস করে দেয়, সে অভিযুক্ত সেই ছেলেটিকে দিয়ে একটি ভিডিও বানায় এবং তারপর নিজেকে নির্দোষ প্রমাণ করে কিন্তু এই ভিডিওটি দেখার জন্য বাড়ির সবাইকে কার্ড দিয়ে নেমন্তন্ন করে এবং সেই কার্ডে লেখা ছিল রাত্রি নয় ঘটিকায় সবাই নীচে আসবেন।

কিন্তু মডার্ন পামেলা এই ৯ ঘটিকা বিষয়টা ঠিক বুঝতে পারে না। নয় মানে, নাইন বুঝতে পারলেও ঘটিকাকে সে পট ভাবে। যা দেখে একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,
“পামেলা-নয় ঘটিকায়..
নয় মানে আমি জানি,Nine…
But What is ঘটি??
-ঘটি,ঘট মানে pot

আজ পামেলার বাংলা পড়া দেখে নিজেই প্রায় বাংলা ভূলতে বসেছিলাম
বাংলা মিডিয়াম just ফাটাফাটি হচ্ছে..আগামীকাল চলন্তিকা প্রদর্শনী হবে,সবার আমন্ত্রন রইল”

Related Articles