বাংলা সিরিয়াল

এমনটাই তো হওয়া উচিত, পর্নার মাকে দেখে শিক্ষা নেওয়া উচিত! প্রত্যেকটা মেয়ের মায়ের এমন হওয়া উচিত, একই ধারাবাহিকের দুই ভিন্ন মায়ের চরিত্র! ‘নিম ফুলের মধু’তে সর্বানীর চরিত্রে মুগ্ধ প্রত্যেকে

এই মুহূর্তে জি বাংলার(Zee Bangla) প্রাইম টাইমের জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু(Nim Phuler Modhu)। এই ধারাবাহিকের আলোচনা যেমন চলে তেমনি চলে সমালোচনা। সিরিয়ালের নায়িকা পড়্নার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পল্লবী শর্মা(Pallavi Sharma)। যাকে এর আগে স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে দেখা গিয়েছিল।

দেখা যাচ্ছে সৃজন ওরফে রুবেল দাস(Rubel Das)। তবে শুরুর থেকে ধারাবাহিককে ঘিরে ছিল মিশ্র প্রতিক্রিয়া। শাশুড়ি বৌমার কুঁটকাচালী দেখতে দেখতে যেমন বিরক্ত হয়ে গিয়েছিল দর্শক। তেমনি উল্টোদিকে পর্নার মায়ের চরিত্রে মুগ্ধ প্রত্যেকে।

সৃজনের পুরনো পন্থী পরিবারে পর্না বিয়ে হয়ে আসা ইস্তক যেভাবে তার ওপর অহেতুক অত্যাচার করছিল তাতে কার্য তো রেগে গিয়েছিল দর্শকের একাংশ। অনেকে আবার শাশুড়ি বৌমার এই আচরণ দেখে দাবি করেছিলেন এটাই তো বাস্তব চিত্র। আর বাকি পাঁচটা ধারাবাহিক থেকে আলাদা হয়ে উঠেছেন এই ফুলের মধু। কিন্তু একই ধারাবাহিকে দুই আলাদা মায়ের চরিত্র যেভাবে ফুটিয়ে তোলা হচ্ছে প্রত্যেক দিন তাতে দর্শকেররা নতুন করে রসদ খুঁজে পাচ্ছেন এই ধারাবাহিকে। একজন মধ্যযুগীয় ধ্যান-ধারণাযুক্ত মানুষ কৃষ্ণা। অন্যদিকে একেবারে স্বাধীনচেতা আধুনিক পরিবারের মা সর্বানী।

পর্না যাবতীয় গুণ যে সে তার মায়ের থেকেই পেয়েছে সে কথা বারবার ফুটে উঠছে তাদের চরিত্রে। বাংলা ধারাবাহিকে এমন একজন স্পষ্টবাদী চরিত্র এর আগে দর্শক দেখতে পায়নি। স্বাভাবিকভাবেই এমন চরিত্রের প্রশংসা করতে পিছপা হয়নি দর্শক। শুধুমাত্র মেয়ের শাশুড়ি বলে সত্যি কথা মুখের ওপর বলতে দুবার ভাবেন না তিনি। সিরিয়ালে পর্নার মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি সংযুক্তার রায় চৌধুরী(Sanjukta Roy Chowdhury)। নিজের অভিনয় জীবনে এতদিন পর এমন চরিত্রে অভিনয় করতে পেরে খুশি তিনি নিজেও।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে, পর্না নিজের মাকে কিছু না জানালেও নিজের চোখের সামনে দিদিকে লাগাতার অপমানিত হতে দেখে পর্দার ভাই বাড়ি গিয়ে মাকে সবটা জানিয়েছিল। তারপরেই মেয়েকে শ্বশুরবাড়ি থেকে বাড়ি নিয়ে আসতে জান তিনি। পর্নার পাশে এভাবে তার মাকে দাড়াতে দেখে মুগ্ধ দর্শক। সবাই এক বাক্যে স্বীকার করেছেন প্রত্যেকটা মেয়ের মায়ের এমনই হওয়া উচিত।

Related Articles