বাংলা সিরিয়াল

পিছিয়ে পড়ছে মিঠাই, গাঁটছড়া, ধুলোকণা, নতুন শুরু হওয়া আধ্যাত্মিক গল্পের সামনে টিকতে পারছিনা বেঙ্গল টপাররা

যে ধারাবাহিক কয়েক মাস আগেও সেরার সেরা ছিল, টানা ৫৬ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল সেই ধারাবাহিক নাকি বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। আশা করি বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় একসময়ের বেঙ্গল টপার মিঠাই ধারাবাহিকের কথাই বলা হয়েছে এখানে। একসময় টানা ৪৭ সপ্তাহ মিঠাই ধারাবাহিকি টিআরপি তালিকার প্রথম স্থান দখল করেছিল। কোন ধারাবাহিককে এক চুল জায়গা ছেড়ে দেয়নি। সেই ধারাবাহিকই নাকি বর্তমানে সপ্তম স্থানে কোন রকমের টিকে রয়েছে টিআরপি তালিকাতে। সিড এবং মিঠাইয়ের জুটির ম্যাজিক হারিয়ে যাচ্ছে দিনে দিনে। অন্যদিকে নতুন শুরু হওয়ার ধারাবাহিক গুলি দর্শকের মনে নতুন করে জায়গা দখল করে নিয়েছে।

জি বাংলা সদ্য শুরু হবে ধারাবাহিক জগদ্ধাত্রী টানা পর পর দু সপ্তাহ ধরে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে দখল করে রয়েছে। স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দশকের বিশেষ পছন্দ হয়েছে। অন্যদিকে সাহেবের চিঠি, মাধবীলতাও পিছিয়ে নেই। কিন্তু পিছিয়ে পড়ছে একসময়ের বাংলার প্রিয় ধারাবাহিকগুলি গাঁটছড়া, ধুলোকণা। এই ধারাবাহিক গুলি ঘোরাফেরা করছে তিন এবং চার নম্বর স্থানে। অন্যদিকে দিনে দিনে ভালো ফলাফল করে চলেছে, স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালিত ধারাবাহিক ‘গৌরী এলো’। ঈশান গৌরীর জুটি, শৈল মায়ের চক্রান্ত এবং ঘোমটা কালীর গল্প দর্শকদের বিশেষ পছন্দ।

চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা –

প্রথম স্থান- গৌরী এল
দ্বিতীয় স্থান- জগদ্ধাত্রী
তৃতীয় স্থান – ধুলোকণা
চতুর্থ স্থান- গাঁটছড়া
পঞ্চম স্থান- খেলনা বাড়ি
ষষ্ঠ স্থান- আলতা ফড়িং
সপ্তম স্থান- মিঠাই, সাহেবের চিঠি, মাধবীলতা
অষ্টম স্থান- অনুরাগের ছোঁয়া
নবম স্থান – নবাব নন্দিনী
দশম স্থান- লক্ষ্মাী কাকিমা সুপারস্টার

Related Articles