পর্দার ব্যবসায়ী ঋদ্ধির এইট প্যাক সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালো! গৌরবের সোশ্যাল মিডিয়ার হট লুকে কি কমেন্ট করলেন সোলাঙ্কি?
গৌরব চট্টোপাধ্যায়, টেলিভিশন জগতে রীতিমতো এখন তিনি সেন্সেশন। বিশেষত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ার জন্য বহুল চর্চিত অভিনেতা। আর আমরা সকলেই জানি বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন ফটো শুটের ছবি দেখতে পাই। ঠিক যেমন এবার সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন গৌরব। রবিবার দুপুরে এমন একটি ছবি পোস্ট করলাম যেটি দেখে রীতিমত অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা।
ছবিতে অভিনেতার পরনে বলতে গেলে কিছুই নেই। শরীরের উপরের অংশ একেবারে ফাঁকা। স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেতার এইট প্যাক্ট অ্যাবস। নিম্নাংশে ফুল প্যান্ট পরা থাকলেও খোলা প্যান্টের চেন। চোখে কালো ফ্রেমের চশমা। লাল নীল আলোয় একেবারে বোল্ড অবতারে নিজের মহিলা অনুরাগীদের রাতের ঘুম উড়িয়েছেন অভিনেতা। ছবিটি পোস্ট করার সাথে সাথে অভিনেতারাগীরা তাঁকে ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়।
সাধারণ মানুষের সাথে অভিনেতার এই ছবি খুবই পছন্দ করেছেন অভিনেতার বন্ধু এবং খুব অ্যাকটাররাও। গাঁটছড়ার রাহুল অর্থাৎ অভিনেতা অনিন্দ্য কমেন্ট করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় কমেন্ট করেছেন, “আরে পাগলা। আগুন লাগিয়ে দিয়েছিস তো”। অঙ্কুশ লিখলেন, “উফফ ভাই ৮টা আছে, দুটো অন্তত ধার দে”। রোহন ভট্টাচার্য লিখেছেন, “আরে ভাই কেউ এসি অন করো প্লিজ”।
এতো কমেন্টের মাঝে নেটাগরিকরা অপেক্ষা করছিলেন সোলাঙ্কির কমেন্টের। যদিও বেশি অপেক্ষা করতে হয়নি সেই কমেন্টের জন্য। যদিও অভিনেত্রী কিছু লিখেননি।শুধু একটা ফায়ার ইমোজি ইমিজি দিয়েছেন তিনি। যদিও এটা কম কিছু নয় গাঁটছড়া প্রেমীদের জন্য।
স্টার জলসার গাঁটছড়ার দৌলতে দর্শক মহলে বেশ ভালই জনপ্রিয় এই জুটি। তাঁদের খুনসুঁটি বেশ পছন্দ করেন দর্শক। মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও পোস্ট করেন তাঁরা। এই যেমন সোলাঙ্কির পোস্ট করা ভিডিওতে দেখতে পাওয়া গেল গৌরবের সাথে তাঁর রোমান্সের মুহুর্ত। সেই ভিডিওতে কমেন্ট করলেন গৌরবের স্ত্রী দেবলীনাও। অভিনেত্রীকে লিখতে দেখতে পাওয়া যায়, “আরো ওয়াহ”। এই কমেন্টে মজা করেন নেটাগরিকরা, “আসলে দিদি মনে মনে ভাবছে, একবার বাড়ি আসুক তারপর শায়েস্তা করব”।
উত্তম কুমারের নাতি হিসেবে জনপ্রিয়তা রয়েছে অভিনেতার। তবে শুধু উত্তম কুমারের নাতি হিসেবে নয়। তাঁর জনপ্রিয়তা রয়েছে কাজের জন্যও। “দুর্গা” “ঘরে ফেরার গান”, “বধূবরণ”, “করুণাময়ী রাণী রাসমণি”, “মহাপীঠ তারাপীঠ”-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখতে পাওয়া গেছে অভিনেতাকে। সিনেমাও বাদ যায়নি। “বাবা বেবি ও”, “ভালোবাসার আরেক নাম”, “কৃষ্ণকান্তের উইল”, “কে তুমি নন্দিনী”র মতো ছবি রয়েছে এই তালিকায়। ওয়েব সিরিজের মধ্যে “চরিত্রহীন”, “সেই যে হলুদ পাখি”, “বউ কেন সাইকো”, “বন্য প্রেমের গপ্পো” এর মত জনপ্রিয় ওয়েব সিরিজ হয়েছে অভিনেতার ঝুলিতে।