বাংলা সিরিয়াল

‘শিরিনের সংসার ভাঙার জন্য গুড্ডির দোষ আছে আর গুড্ডির সংসার ভাঙায় দায়ী অনুজ‌ও!’গুড্ডির মুখের ওপর সত্যি কথা বলে দর্শকদের চোখে হিরো হয়ে উঠলেন যুধাজিৎ!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, সম্পর্কের বিভিন্ন রকম জটিলতা দেখানো হয়েছে। কিন্তু এই ধারাবাহিকের সব সময় অনুজের দোষ ত্রুটি দেখানো হয় কিন্তু সেই ভাবে কি গুড্ডির কোন দোষই নেই? গুড্ডিরও কোথাও না কোথাও গিয়ে দোষ আছে শিরিনের সংসার ভাঙ্গার পেছনে, অন্যদিকে আবার গুড্ডি যে সবসময় বলে শিরিন তার সংসার ভেঙেছে এটাও সত্যি নয়। অনুজ যদি নিজের জায়গায় ঠিক থাকতো তাহলে এটা সম্ভব হতো না। কিন্তু এই কথাগুলো কখনো গুড্ডির মুখের ওপর কেউ বলেনি, বলতে পেরেছে একমাত্র যুধাজিত। তাই যুধাজিতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন দর্শক।

তাদের বক্তব্য যুধাজিৎ যেইভাবে মুখের উপর সত্যিটা বলল সে রকম ভাবে কেউ বলেনি হিরোদের এমনই হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“এটাকে বলে Hero Material
গল্পের Hero যদি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে না জানে তাহলে সে কিসের Hero
যুধাজিৎ যেমন নিজের মায়ের সম্মান রাখতে আজকে বিয়ের থেকে সরে এলো ওদিকে গুড্ডির হাতও কিন্তু ছাড়লো না
Hero কি করবে না করবে সেটায় নিজেই confused থাকে তাহলে বিরক্তিকর লাগে Hero হবে স্পষ্টবাদী
যুধাজিৎ এর আজকের কথাটা ” মাঝ পথে তোমার হাত ছেড়ে দেওয়ার জন্য তোমার হাত ধরিনি এতটা কাপুরুষ আমি না এভাবে আমার মা আমাকে মানুষ করেনি
” ঠিক hostel অবধি পৌঁছে দিতে গেল
আর গুড্ডিকে ঠিক কথাটা ওর মুখের উপর বলেছে আজ যুধাজিৎ
গুড্ডির মতে “ও শিরিনের সংসার ভাঙেনি বরং শিরিন ওর সংসার ভেঙেছে ”
যুধাজিৎ দারুণ উত্তর দিয়েছে” এটা তর্ক সাপেক্ষ.. যদি মেনেনি শিরিন তোমার সংসার ভাঙ্গার জন্য পরোক্ষভাবে দায়ী কিন্তু অনুজ যদি নিজের জায়গায় ঠিক থাকতো তাহলে কি শিরিন এর পক্ষে তোমার সংসার ভাঙা সম্ভব ছিল?? শুধু শুধু তৃতীয় ব্যক্তি কে দায়ী করছো… আর শিরিন তোমার সংসার ভাঙলে আজ যে শিরিন সুখি নয় বা সুখে শান্তিতে সংসার করতে পারছে না তার জন্য পরোক্ষ ভাবে হলেও তুমি দায়ী গুড্ডি.. শুনতে খারাপ লাগলেও এটা সত্যি ”
গুড্ডির মুখের উপর এই সত্যি টা বলার মত একজনের খুব প্রয়োজন ছিল..যুধাজিৎ নায়ক হোক বা না হোক একটা ভালো বন্ধুর মতো ভুলটা ধরিয়ে দিয়েছে
কাল sir ও একই কথা বলবে গুড্ডিকে নয় অনুজের সাথে সংসার করো নাহলে ওদের সুখে সংসার করতে দাও”

Related Articles