বাংলা সিরিয়াল

সিজনের শুরুতেই টিআরপি লিস্টে বেশ জোরদার টেক্কা দিচ্ছে সুপার সিঙ্গার! চলতি সপ্তাহের টিআরপি রেটিং দেখে হতবাক হচ্ছেন সকলে

বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসাকে জোরদার টক্কর দিয়েছে জি বাংলা। টানা বেশ কয়েক সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তবে এবার টিআরপি তালিকায় স্টার জলসার জয়জয়কার। বেশকিছু সপ্তাহ পর জগদ্ধাত্রীকে হারিয়ে বেঙ্গল টপার হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। স্টার জলসার দর্শকেরা এতে বেশ খুশি হয়েছেন বটে। তবে নন ফিকশন শোগুলির মধ্যে কে হল বঙ্গের সেরা? এক্ষেত্রে কী জি বাংলাকে টক্কর দিতে পারল স্টার জলসা?

বর্তমানে স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে বেশ কয়েকটি নন ফিকশন শো চালু রয়েছে। ‘দিদি নাম্বার ওয়ান’ এবং ‘সারেগামাপা’ তো আগে থেকেই ছিল। এবারে নতুন সংযোজন হলো ‘সুপার সিঙ্গার সিজন ৪’ এবং ‘ঘরে ঘরে জি বাংলা’। নতুন বছরের শুরুতেই শুরু হল ‘সুপার সিঙ্গার’ – এর নতুন সিজন এবং ঘরে ঘরে জি বাংলা। কিন্তু প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় খুব ভালো ফলাফল করতে পারল না স্টার জলসার ‘সুপার সিঙ্গার’।

গত সপ্তাহে অন্তিম পর্বের শেষ সম্প্রচার ছিল ‘ডান্স ডান্স জুনিয়র’ এর। সেই সপ্তাহে ‘ডান্স ডান্স জুনিয়র’ এবং ‘সারেগামাপা’ স্লট ভাগ করে নিয়েছিল। তবে চলতি সপ্তাহের টিআরপি লিস্টে ‘সারেগামাপা’ ১.৪ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রসঙ্গত ‘সারেগামাপা’য় বর্তমানে সেরা ৬ জনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে গত সপ্তাহে ‘দিদি নাম্বার ওয়ান’ এর ‘সানডে ধামাকা’ পর্ব পেয়েছিল ৫.৮ নম্বর। আর ‘সারেগামাপা’ পেয়েছিল ৫.৩ নম্বর। অর্থাৎ নন ফিক্সেশন শোগুলির মধ্যে টপর হয় ‘দিদি নাম্বার ওয়ান’। এদিকে ‘সুপার সিঙ্গার’ শুরু হওয়ার পর প্রথম সপ্তাহে পেয়েছে ৩.৯ নম্বর। ‘ঘরে ঘরে জি বাংলা’ পেয়েছে ১.৩ নম্বর।

সুতরাং বোঝাই যাচ্ছে জি বাংলার বহুদিনের পুরনো নন ফিকশন শো রান্না ঘরের থেকে বেশি টিআরপি রেটিং তুলছে ‘সুপার সিঙ্গার’। প্রায় ১৭ বছর ধরে চলে আসা সুদীপার রান্নাঘরকে পেছনে ফেলে দিল স্টার জলসার এই নন ফিকশন শো ‘সুপার সিঙ্গার’। একদম শুরু থেকেই যে, মানুষ ‘সুপার সিঙ্গার’ কে পছন্দ করছে তা টিআরপি লিস্ট থেকে স্পষ্ট। প্রসঙ্গত প্রথমে ‘ঘরে ঘরে জি বাংলা’ নামক নতুন গেম শুরু হয়েছিল ইন্দ্রানী হালদারের সঞ্চালনায়। তারপর ন’টি এপিসোড করেই সঞ্চালিকা মুখ বদলে দেওয়া হয়। বর্তমানে এই শো এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসুকে। প্রত্যেক সপ্তাহের সোম থেকে শনি প্রতিদিন বিকেল সাড়ে চারটের সময় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘ঘরে ঘরে জি বাংলা’।

Related Articles