বাংলা সিরিয়াল

‘ধারাবাহিকের সেটে সকলের থেকেই কিছু না কিছু শিখেছি আমি,’ জানালেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু

বর্তমানে সকলেই তাকে মিঠাই বলেই চেনে। সকলেরই প্রিয় অভিনেত্রী এখন তিনি। তার আসল নাম সৌমিতৃষা কুন্ডু। নিজের অভিনয়ের দ্বারা খুব সহজেই দর্শকের মনে জায়গা দখল করে নিয়েছে। সকলের কাছে তিনিই এখন ধারাবাহিক জগতের সেরা অভিনেত্রী। সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছেন।

তবে সৌমিতৃষা যে শুধুমাত্র অভিনয়টাই সেরা করেন তা কিন্তু নয়। পড়াশুনাতেও বেশ ভালো তিনি। বরাবরই ভালো ছাত্রী হিসেবেই নাম ডাক ছিল তার। একসময় পরিবারকে নিয়ে বারাসাতে থাকতেন তিনি। সেখানেই বারাসাত গার্লস স্কুলে পড়াশুনা করতেন তিনি। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগে পড়াশুনা করেছেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট পলস কলেজে ইংরেজিতে স্নাতক করার জন্য ভর্তি হন। কিন্তু কাজের চাপে মাঝ পথে ছেড়ে দেন কলেজ। এই বিষয়ে অভিনেত্রী জানান ‘পড়াশোনার সঙ্গেই আমি অভিনয় করছিলাম। বাড়ি থেকে বলা হল, যে কোনও একটা কাজ মন দিয়ে করতে। তাই তখন অভিনয়ে পুরোপুরি মন দিয়েছিলাম।’

এছাড়াও অভিনেত্রী জানান ধারাবাহিকের সহকর্মিদের থেকেও তিনি অনেক কিছুই শিখেছেন ‘মিঠাই’-এ অভিনয়ের সুবাদে আমি অনেক কিছু শিখেছি। বিশ্বজিৎ আঙ্কল (চক্রবর্তী), স্বাগতাদি (বসু), অর্পিতাদিরা (মুখোপাধ্যায়) আমাকে কত কিছু শিখিয়েছে! সেটে এত হইহুল্লোড় করেও কী ভাবে নিজের কাজটা মন দিয়ে করা যায়, তা ওঁদের দেখেই শিখি। এত বড় মাপের শিল্পী হয়েও সকলের সঙ্গে মিশে যেতে পারেন ওঁরা।’

Related Articles