বাংলা সিরিয়াল

মহাপীঠ তারাপীঠে একসাথে কাজ করেছিলেন সব্যসাচী ঐন্দ্রিলা! করেছিলেন অসাধারণ অভিনয়, দেখে নিন সেই ভিডিও ক্লিপ!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল মহাপীঠ তারাপীঠ। এই মহাপীঠ তারাপীঠের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিলেন সাধক বামাক্ষ্যাপা আর এই বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বিগত কয়েক দিন ধরে সব্যসাচীর প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যু নিয়ে চারিদিক যখন তোলপাড় হচ্ছে তখন তারই মাঝখানে প্রকাশ হলো একটি ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে একই সাথে অভিনয় করেছে সব্যসাচী এবং ঐন্দ্রিলা।

দুইবার ক্যান্সারকে পরাস্ত করে মৃত্যুঞ্জয়ী হয়ে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা শর্মা কিন্তু তৃতীয়বার আর মৃত্যুকে জয় করা হলো না তার। ঐন্দ্রিলা যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন, তার ওষুধপত্র যখন বন্ধ হয়ে গিয়েছিল এবং তার রিপোর্টও যখন সম্পূর্ণ স্বাভাবিক ছিল তখনই হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয় তার, তারপর দীর্ঘ কুড়ি দিনের লড়াই শেষে চিরনিদ্রায় ঢলে পড়েন লড়াকু এই অভিনেত্রী। প্রথম থেকে শেষ দিন অবধি পাশে ছিলেন সব্যসাচী, ঐন্দ্রিলা মারা গেলেও তাই জিতে যায় সব্যসাচী আর ঐন্দ্রিলার ভালোবাসা।

সম্প্রতি যে ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেটি মহাপীঠ তারাপীঠের একটি ভিডিও ক্লিপ। এই ক্লিপিংসে দেখা যাচ্ছে যে, মন্দিরে নতুন রাঁধুনী হিসেবে নিযুক্ত হয়েছেন বামা কিন্তু সে রান্নার কিছুই জানেন না। এরপর দেখা যায় যে বামাক্ষ্যাপার মা অর্থাৎ দেবী তারা লীলা করতে তার কাছে আসেন। এসে তিনি পরিচয় দেন যে তার নাম মৌলিকা।

মৌলিকা নাম শুনে বামার মনে পড়ে এ তার ছোট মার নাম। তাই সে নিজের অপারগতা নিসঙ্কোচে স্বীকার করে তার কাছে। সে জানায় সে ঠিক ভোগ রান্না করতে পারে না, তাকে ভোগ রান্না করতে শিখিয়ে দেবে? – এবার দেবী মৌলিকা হেসে বলেন কে বলেছে তুমি জানো না তুমি সব জানো এখন মনে করতে পারছ না। এই বলে দেবী বামার মাথায় হাত রাখেন আর তার সব মনে পড়ে যায় এবং সে ভোগ রাঁধতে বসে যায়।

এই এপিসোডে দেবী মৌলিকার ভূমিকায় অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা শর্মা- ঐন্দ্রিলার মৃত্যুর পর এই ভিডিও ক্লিপ ঝড়ের গতিতে ছড়িয়েছে।

Related Articles