বাংলা সিরিয়াল

শেষ হয়েও হইল না শেষ! দর্শকদের মনে নিদারুণ আক্ষেপ নিয়ে শেষ হলো লালকুঠি!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লালকুঠি শেষ হলো। রাহুল রুকমা অভিনীত এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় দর্শকদের মন খারাপ। মন খারাপ শুধু এই কারণেই নয় যে, পছন্দের জুটিকে তারা আর দেখতে পাবে না, বরং তাদের মন খারাপ এই কারণেও যে ভিন্ন স্বাদের একটি ধারাবাহিক শেষ হয়ে গেল।

কিছু মানুষ এই নিয়ে আক্ষেপ করছেন যে ভিন্ন কনসেপ্টের এই ধারাবাহিক চলল না তাই কোন নির্মাতায় আর সহজে ভিন্ন কনসেপ্টের ধারাবাহিক আনবেন না। কারোর আবার বক্তব্য যে এই ধারাবাহিক শুরুর সময় প্রোমোতে দেখানো হয়েছিল বিক্রম অনামিকার এক বছরের বিবাহ বার্ষিকী, সেই অনুযায়ী এপিসোড গেলো না! প্রোমোর সেই এপিসোডটায় দেখানো হলো না! কেউ আবার বলছেন যে এই ধারাবাহিক শেষ হ‌ওয়ায় আবারও প্রমাণ হলো যে দর্শক কূট কাচালি দেখতে বেশি পছন্দ করেন।

ভিন্নধর্মী এবং ভিন্ন কনসেপ্টের এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে একজন নেটিজেন আওয়ার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আবারো পরাজিত ভিন্ন ধর্মী পারিবারিক কুটকাচাল বিহীন একটি সিরিয়াল! বাংলা সিরিয়ালের দর্শকদের সিরিয়াল চয়েজের মান কখনোই উপরে উঠবে না।

পারিবারিক সিরিয়াল আনলে তাদের সমস্যা, কিন্তু যখন প্রোডাকশন একটি অন্য ধাঁচের সিরিয়াল আনে তখনই তাদের গায়ে লেগে যায় ফ্লপের তকমা! লালকুঠি পুরোটাই ছিল একটা থ্রিলার টাইপ সিরিয়াল,আগেই মনে হয়েছিল দর্শক কুটনামি ছাড়া থ্রিলার সিরিয়াল গিলবেনা,সেটাই হলো!

শুধু সেটাই নয় যতবার বাংলা সিরিয়ালে একটু অন্যরকম কনসেপ্ট আসে যেমন: প্রথমা কাদম্বিনী,ভূতু,চুনী পান্না,লালকুঠি এর মতোই রয়েছে আরো অনেক দৃষ্টান্ত!! এগুলো জনপ্রিয় হয়েছে ঠিকই! কিন্তু টিআরপি তে করতে পারেনি ভালো ফলাফল!

সবচাইতে বড় বিষয় দীর্ঘ অনেক বছর পর লালকুঠির মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায় আবারো প্রধান ভূমিকায় ছিল,তবে জার্নিটা বেশিদিনের হলোনা! কনসেপ্ট,এপিসোড নিশ্চয়ই ভালো ছিল, কিন্তু বাংলার দর্শক ভালো জিনিস হজম করেনা সেটাই প্রমানিত হলো আবার!রুকমা দ্রুত লীড রোলে ফিরুক,এটাই চাইবো”

কেমন হলো লালকুঠির শেষ এপিসোড তা নিয়ে একজন নেটিজেন যেমন লিখেছেন,“শৌর্য সবার সামনে সব স্বীকার করে, বিভূতি দস্তিদার ও নিজের করা অন্যায় স্বীকার করে নিলো লালকুঠি তে শেলী নতুন নাচের স্কুল খুলে
এভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবি নি
সবার এত অপমান আর অবহেলা সহ্য করতে হবে না
এবার তাড়াতাড়ি রুকমা দি ফিরে আসুক”

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন যেমন লিখেছেন খুব শীঘ্রই এই ধারাবাহিক শেষ হয়ে গেছে তাই নিয়ে,“১৪৯ এপিসোড যাত্রা শেষ হলো লালকুঠির আসলেই দর্শক ভালো জিনিস পছন্দ করে না তার জলজ্যান্ত উদাহরণ হলো লালকুঠি বর্তমানে চলা সিরিয়ালগুলোর মধ্যে ভিন্ন ধরনের কন্সেপ্ট ছিলো লালকুঠির কিন্তু দর্শক ভালো জিনিস দেখে না সেটা আবারও প্রমাণিত হলো এর আগেও আমি সিরাজের বেগম, প্রথমা কদম্বিনী, শ্রীকৃষ্ণভক্তমীরা , চুনিপান্না ভিন্ন কন্সেপ্টের ধারাবাহিক আসলেও জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও ভালো টিআরপি দিতে পারে নি।

লালকুঠি শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর থেকেই তো চ্যানেল+প্রোডাকশন কোনো গুরুত্বই দেয় নি। খারাপ লাগে শুধু রুকু দির জন্য এতদিন পরে লিডে এসেও চ্যানেল+প্রোডাকশনের গাফিলতির কারণে সিরিয়াল টা ফ্লপ খেলো এবার রুকু দি লিডে ফিরলেই হয়”

Related Articles