বাংলা সিরিয়াল

মাধবীলতার স্লট চেঞ্জ নায়ক সুস্মিত মুখার্জির জন্য অপমান-বরনের পর মাধবীলতার স্লট চেঞ্জ হওয়ায় মুখ খুলছেন সুস্মিত ভক্তরা!

রাত্রি সাড়ে আটটার স্লটে মাধবীলতা সিরিয়ালটি হয়। এই সিরিয়ালটির জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে। শ্রাবণী এবং সুস্মিতের রসায়ন দর্শকদের অত্যন্ত পছন্দের, কিন্তু সম্প্রতি স্টার জলসার তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী পাঁচই ডিসেম্বর থেকে এই ধারাবাহিকের স্লটে অর্থাৎ রাত্রে সাড়ে আটটায় স্টার জলসায় টেলিকাস্ট হবে নতুন সিরিয়াল পঞ্চমী। এই টাইম স্লট ঘোষণা হওয়ার পর একদল মানুষ যেমন খুশি, তেমনি আর একদল মানুষ ভেঙ্গে পড়েছেন।

কেউ কেউ ভাবছেন মাধবীলতা একেবারে শেষ হয়ে যাবে কারোর মতে এই ধারাবাহিকের স্লট চেঞ্জ হবে কারণ এটি সদ্য আসা একটি তিন মাসের ধারাবাহিক আর এই ধারাবাহিকের টিআরপি ও বেশ ভালো। আবার মাধবীলতার নায়ক সবুজ চরিত্রের অভিনেতা সুস্মিত মুখার্জির অনুরাগীরা আবার বিষয়টিকে তাদের পছন্দের নায়কের অপমান হিসেবে ধরেছেন।

তাদের বক্তব্য এর আগে বরণ ধারাবাহিক টিও জনপ্রিয় থাকাকালীন ই স্লট চেঞ্জ করা হয়েছিল, মাধবীলতার ক্ষেত্রেও সেই একই ঘটনা হলো। তাই বিষয়টি তারা মন থেকে মেনে নিতে পারছেন না কারণ তাদের হিরো অভিনীত ধারাবাহিকগুলি এইভাবে স্লট চেঞ্জ হয়ে যাচ্ছে। একজন নেটিজেন তাই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“ আমি শুধুমাত্র সুস্মিত দাদার জন্যই মাধবীলতা ধারাবাহিকটি দেখতাম।

মাধবীলতা ধারাবাহিকটির টাইম স্লট চেঞ্জ এর নিউজ টা শুনে আমার শুধুমাত্র সুস্মিত দাদার জন্য খুব খারাপ লাগছে। সুস্মিত দাদার পরপর দুটি ধারাবাহিক ই মাত্র তিন মাসের মধ্যে স্লট চেঞ্জ হয়ে গেল। স্টার জলসা যদি মাধবীলতা ধারাবাহিক টিকে সুপার প্রাইম স্লটে নাই রাখতে চেয়েছিল তাহলে মাধবীলতা ধারাবাহিক টিকে সুপার প্রাইম স্লটে লঞ্চ করলো কেনো ? প্রথম থেকেই সেমি প্রাইম স্লটে লঞ্চ করতে পারতো।

কিন্তু এরকম সুপার প্রাইম স্লটে ধারাবাহিক লঞ্চ করে ভালো টিআরপি থাকা সত্ত্বেও এভাবে বারবার স্লট চেঞ্জ করে সুস্মিত দাদা কে অপমান করার মানে কি ? পরিশেষে একটা বিষয়ই মন থেকে চাইবো , মাধবীলতা ধারাবাহিক টি শেষ হয়ে যাওয়ার পর সুস্মিত দাদা যেনো আর স্টার জলসায় কাজ না করে। কারন এভাবে বারবার অপমানিত হওয়ার থেকে অন্য চ্যানেলে গিয়ে সাইড রোল করাও অনেক সম্মানের। ”

Related Articles