বাংলা সিরিয়াল

জি বাংলা এবং স্টার জলসার ২ ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক যার প্রভাব পড়ছে টিআরপিতে ও!

যে কোনো ধারাবাহিক যখন শুরু হয় তখন সেই ধারাবাহিক নিয়ে দর্শকের উন্মাদনা এবং উৎসাহ দুটোই তুঙ্গে থাকে। এই উৎসাহ এবং উন্মাদনার রেশ ধরে রাখবার জন্য ধারাবাহিকে একটার পর একটা নতুন নতুন ট্র্যাক নিয়ে আসা হয় একটার পর একটা নতুন নতুন গল্প নিয়ে আসা হয়, যাতে দর্শকদের সেই ধারাবাহিকটির প্রতি আগ্রহ থাকে, আগ্রহ থাকলেই ধারাবাহিক টিআরপি বজায় থাকবে আর কোন ধারাবাহিকের টিআরপি বজায় থাকার উপনির্ভর করবে ধারাবাহিকটির স্থায়িত্ব।

জি বাংলা এবং স্টার জলসার দুটি ধারাবাহিক এক সময় ভীষণ পপুলার ছিল এবং টিআরপি তালিকাতেও ভালো ফল করতো কিন্তু বর্তমানে সেই দুটি ধারাবাহিক নিয়ে ভীষণ পরিমাণে সমালোচনা এবং ট্রোল হয় আর তার প্রভাব পড়েছে ধারাবাহিকের টিআরপিতে। তার কারণ ধারাবাহিকের কিছু কনসেপ্ট এবং গল্প এর পিছনে দায়ী। মাধবীলতা ধারাবাহিক টি ভীষণভাবে পপুলার ছিল কিন্তু এই ধারাবাহিকের একটি ডায়লগের কারণে এই ধারাবাহিকটি ভীষণ ভাবে সমালোচিত হয়।

ধারাবাহিকের একটি এপিসোডে মাধবীলতা বলে যে, সে পদার্থবিজ্ঞানে একসাথে আটানব্বই পেয়েছে কারণ তার কলমের কালি ফুরিয়ে গিয়ে ছিল কলমের কালী ফুরিয়ে যাওয়ার জন্য সে দুই নাম্বার কম পেয়েছে যা নিয়ে ট্রোলিং শুরু হয়।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকীমা সুপারস্টার এ দেখানো হচ্ছে যে লক্ষ্মী কাকিমার বৌমা সোনালী এবং লক্ষ্মী কাকিমা দুজনেই একই সাথে প্রেগন্যান্ট। এই বিষয়টা নিয়ে হাসাহাসি শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং। তাই বর্তমানে দর্শক এই দুটি ধারাবাহিক একেবারেই পছন্দ করছেন না, বলা বাহুল্য এই দুটি ধারাবাহিক দুটি প্রতিপক্ষ চ্যানেলে একই স্লটে দেখানো হয়, অনেকের অনুমান হয়তো এই দুটি ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক আসবে ২ চ্যানেলে।

Related Articles