বাংলা সিরিয়াল

অনুরাগের ছোঁয়া এইবার বাজিমাত করলো TRP-র খেলায়!

টি আর পি তালিকায় সব সময় ওঠা নামা লেগেই থাকে। যে কোনো ধারাবাহিকের ক্ষেত্রেই এই কথাটি সত্য। কথায় আছে আজ যে রাজা কাল সে ফকির এই কথাটা টেলিভিশন ইন্ড্রাস্ট্রির টিআরপির ক্ষেত্রে ভীষণ ভাবে প্রযোজ্য। আজ কোন ধারাবাহিক বঙ্গ সেরা হয় তো দুদিন বাদে অন্য কোন ধারাবাহিক বঙ্গ সেরা হয়।

বেশ কিছু সপ্তাহ ধরে যেমন দেখা যাচ্ছিলো যে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী এবং স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার মধ্যে জোর টক্কর চলছিলো। একটি ধারাবাহিকে বিয়ের ট্র্যাক চলছিলো আরেকটি ধারাবাহিকে চল ছিলো ধামাকাদার পর্ব।

জগদ্ধাত্রীতে চলছে ডিটেকটিভ পর্ব – কে প্রকৃত অপরাধী তা খুঁজে চলেছে জগদ্ধাত্রী। অন্যদিকে অনুরাগের ছোঁয়াতে দুই যমজ সন্তানের জন্ম দিয়েছে দীপা কিন্তু সে নিজেই জানে না তার যমজ সন্তানের কথা। কারণ জন্মের পর লাবণ্য সেনগুপ্ত তার একটি সন্তানকে লুকিয়ে নিয়ে চলে যায় তার বাড়িতে কারণ সে জানে এই সন্তান‌ই সূর্য দীপার মিল ঘটাবে ভবিষ্যতে।

অন্যদিকে জগদ্ধাত্রী তে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূর বিয়ে দিচ্ছে কৌশানী কিন্তু পুরোটাই একটা খেলা। আসল উদ্দেশ্য হলো অপরাধী খুঁজে বার করা। টানটান এই পর্ব গুলির জন্য টিআরপি বেশ ওঠা নামা করছিল। কোন বার দেখা যাচ্ছিল জগদ্ধাত্রী এগিয়ে আছে কোন বার অনুরাগের ছোঁয়া। দুই এক পয়েন্টের জন্য বঙ্গ সেরার আসন হাতছাড়া হয়ে গিয়েছিল অনুরাগের ছোঁয়ার কিন্তু এইবার বাজিমাত করেছে অনুরাগের ছোঁয়া।

এক সাথে যৌথভাবে স্লট লিড করেছে দুই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী দুটো ধারাবাহিক‌ই যৌথ ভাবে বঙ্গ সেরা হয়েছে।

১ম। জগদ্ধাত্রী / অনুরাগের ছোঁয়া ৮.২
২য়। নিম ফুলের মধু ৭.৫
৩য়। আলতা ফড়িং ৭.৩
৪র্থ। ধুলোকনা ৭.০
৫ম। এক্কা দোক্কা / গৌরী এলো ৬.৯

Related Articles