বাংলা সিরিয়াল

‘মিঠাই ফিরে আসার টোপ দেখিয়ে ব্যবসা করছে ধারাবাহিক কর্তৃপক্ষ! বারবার দর্শকদের ইমোশন নিয়ে ছেলে খেলা করছে তারা!’মিঠাই দেখে চটে লাল হয়ে উঠলেন দর্শকরা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকে মিঠি আর মিঠাই এর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। মিঠি আসার পর থেকে দর্শকরা বুঝতেই পারছেন না যে মিঠি আসলে অন্য কোন মেয়ে না মিঠিই মিঠাই? আর দর্শকদের মনের মধ্যে তৈরি হওয়া এই কনফিউশনের ফায়দা নিচ্ছেন ধারাবাহিকের নির্মাতারা এমনটাই অভিযোগ করছেন দর্শকবৃন্দ। আসলে দর্শকরা মনে করেন মিঠাই কে দেখাবেন এই লোভ দিয়েই মিঠাই ধারাবাহিকটিকে টানানো হচ্ছে, বারবার মিঠাই কে দেখবার আশায় মিঠাই দেখে মন ভেঙে যাচ্ছে তাদের।

দর্শকরা বলছেন, সিদ্ধার্থ ও মিঠির বিয়ের প্রোমো দেওয়ার পর থেকেই বারংবার এমনটা হচ্ছে। সিদ্ধার্থ ও মিঠির বিয়ের প্রোমো দেখে দর্শকরা ভেবেছিল যে মিঠি আসলে মিঠাই, তাই দুজনের বিয়ে হয়েছে। এরপর বড়দিনের একটি প্রোমো এলো যেখানে শাক্য বড়দিনের সান্তার কাছে গিফট চাইছে যে, সে বড়দিনে একবার তার মাকে ফিরে পেতে চায়, প্রোমোতে দেখানো হলো বড়দিনের মাকে ফিরে পেল শাক্য। কিন্তু এপিসোডে দেখানো হলো যে মিঠি মিঠাই সেজেছে।

এরপর একটি ধামাকাদার প্রোমো দেওয়া হলো যেখানে দেখানো হলো যে, মিঠাই যেখানে পুড়ে মারা গেছে সেখানে গিয়েছে সিদ্ধার্থ আর তখনই মিঠাই আসে। মিঠাই এসে বলে এইবার সব সমস্যার সমাধান হবে। এই প্রোমো দেখে দর্শকরা আনন্দে অস্থির হয়ে যান, তারা ভাবেন যে, মিঠাই ফিরে এসেছে, কিন্তু এইবার ও এপিসোডে দেখানো হয় যে,মিঠিই মিঠাই সেজেছে।

এরপর আরেকটি প্রোমো দেওয়া হয় যেখানে দেখানো হচ্ছে যে, মিঠি আর সিদ্ধার্থ যখন গল্প করছে তখন মিঠাই এর মত একজন এসেছে। সে আবার গোপালের পুজো করছে। এই প্রোমো দেখে দর্শকরা ভেবেছেন যে, মিঠাই ফিরে এসেছে। কিন্তু এইবার‌ও দর্শকরা হতাশ হয়েছেন। তাই দর্শকরা ধারাবাহিক কর্তৃপক্ষের উপর বেজায় চটে অভিযোগ করছেন যে, মিঠাইয়ের ইমোশন কাজে লাগিয়ে ব্যবসা করছে ধারাবাহিক কর্তৃপক্ষ। এটা ঠিক নয়।

Related Articles