বাংলা সিরিয়াল

দুই বোন থাকলেই কি ইচ্ছেনদী হয়ে যায়? ইচ্ছে নদীতে কি বড় বোন অসুস্থ ছিল?না অনুরাগ প্রফেসর ছিল?-ইচ্ছে পুতুলকে ইচ্ছে নদীর কপি বলায় ধুয়ে দিলেন এক নেটিজেন!

জি বাংলা একটি নতুন ধারাবাহিকের প্রোমো এসেছে এই ধারাবাহিকের নাম ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মৈনাক, শ্বেতা আর তিতিক্ষা। দুই বোনের একটি গল্প তার মধ্যে একজন বোন অসুস্থ সেই বোনের জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দেয় ছোট বোন। বড় দিদিকে বাঁচিয়ে রাখবার জন্য সমস্ত কিছু আত্মত্যাগ করে এসে কিন্তু বড় দিদির এবার পছন্দ হয়ে যায় ছোটো বোনের মনের মানুষটিকেও। বড় দিদির জন্য ছোট বোন কি তাহলে এবার নিজের ভালোবাসাকে কেউ আত্মহত্যাগ করবে তাই নিয়েই এই ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকের প্রোমো দর্শকদের ভীষণ পছন্দ হয়েছে। আগামী ৩০ শে জানুয়ারি থেকে রাত দশটায় আসছে এই ধারাবাহিক। কিন্তু ইতিমধ্যেই একদল মানুষ বলতে শুরু করেছেন যে, এই ধারাবাহিক ইচ্ছে নদী ধারাবাহিকের কপি।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“ তিনটে পুতুলের একটা গল্প
মেঘ আলো ছায়া অল্প স্বল্প
ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে
পুতুল নিয়ে যায় স্বপ্নডোরে
ইচ্ছেপুতুল ইচ্ছেপুতুল”

একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,“প্রোমো আসতে না আসতেই শুরু হয়ে গেলো ঝলসা ফ‍্যানদের ঝলসামিপণা। ইচ্ছে পুতুল নাকি ইচ্ছে নদীর কপি। ২ বোন থাকলেই কি সেটা ইচ্ছে নদীর কপি হয়ে গেলো। ইচ্ছে নদীতে কি মেঘলার বোন অসুস্থ ছিল?? অনুরাগ, মেঘলা কি প্রফেসর ছিল?
আর এরকম মিল বকুল কথাতেও ছিল। অথচ কেউ বলছে না বকুল কথার কপি।

কিছুদিন আগে ‘তোমার খোলা হাওয়া’ প্রমো আসতেই বলেছিল ওটা নাকি গোধূলির কপি। পরে খোলা হাওয়া ঝলসা ফ‍্যানদের মুখে ভালোই ঝামা দিয়েছিল।”

Related Articles