বাংলা সিরিয়াল

‘মিঠি সকলের সামনে উচ্ছে বাবু বলে ডেকে ফেলে সিদ্ধার্থকে! কেউ তাকে এ কথা না বলা সত্ত্বেও কীভাবে জানলো সে এই স্পেশাল নাম?’ ভক্তরা উচ্ছ্বসিত মিঠি আসলে মিঠাই

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। একবার বা দুইবার নয় প্রায় ৫৬ বার এই ধারাবাহিক বঙ্গ সেরা হয়েছে। তাই এই ধারাবাহিকের জনপ্রিয়তা প্রশ্নাতীত। জনপ্রিয় এই ধারাবাহিকে বর্তমানে একটি ট্রাক এসেছে যেখানে দেখানো হচ্ছে যে মিঠাই মারা গেছে আর গল্প এগিয়ে গেছে বেশ কয়েক বছর।

এই বেশ কয়েক বছরে মিঠাইয়ের ছেলে শাক্য অনেকখানি বড় হয়ে গেছে। মিঠাই এর মতো দেখতে একটি মেয়ে ইতিমধ্যে মনো হরায় প্রবেশ করেছে, তার নাম মিঠি, সে পাহাড় থেকে এখানে এসেছে। তার বাবা তার অন্য একজনের সাথে বিয়ে ঠিক করেছিল তাই সে পালিয়ে কলকাতায় এসেছে।

অন্যদিকে মিঠির খোঁজে তার বাবাও কলকাতা চলে এসেছে, বাবার নজর থেকে বাঁচতে এবং মিঠি যাতে মনো হারায় থাকতে পারে তাই সবাই মিঠিকে মিঠাই এর সাজে সাজাচ্ছে।

এরপর সম্প্রতি যে প্রোমোটি এসেছে সেখানে দেখা যাচ্ছে যে মিঠির বাবা যখন তাকে নিতে এসেছে তখন সে বলছে যে সে মিঠি নয় সে মিঠাই আর তার বরের নাম উচ্ছে বাবু। এই এপিসোড দেখে মিঠাই ফ্যানদের প্রশ্ন, মিঠি কি করে জানল যে মিঠাই সিদ্ধার্থকে কি নামে ডাকতো? এ কথা তো তাকে কেউ বলেনি, তাহলে কি সেই আসল মিঠাই।

একজন নেটিজেন এই প্রোমো দেখে লিখেছেন,
“মিঠাইয়ের নাকি নতুন প্রমো দেওয়া হয়েছে!!
সেখানে মিঠির বাবা তাকে বলছে বাড়ি চলো.. মিঠি সেটা অস্বীকার করে বলে না আমি এই বাড়ির বউ.. এই সময় sid বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকতে থাকে.. তাকে দেখে মিঠি গিয়ে তার হাত ধরে বলে এই হচ্ছে আমার বর উচ্ছেবাবু !

Now I have a গভীর প্রশ্ন!!
মিঠি জানলো কি করে মিঠাই সিড কে উচ্ছেবাবু বলে ডাকতো?? I guess ওকে এই কথাটা কেউ বলেনি আমরা তো এপিসোড দেখলাম কখনো বললো?? এমনকি তেমন কিছুই বলেনি মিঠাই এর ব্যাপারে তাহলে এত স্পেশাল জিনিসটা সে জানলো কি করে?? ”

Related Articles