বাংলা সিরিয়াল

‘মাধবীলতার সাথে অন্যায় হচ্ছে! স্লটলিড থাকা অবস্থায় এইভাবে ধারাবাহিকটি শেষ করার রীতিমতো অন্যায়!’ স্বীকার করছেন মাধবীলতা হেটাররা ও!

৫ ই ডিসেম্বর থেকে রাত ৮:৩০ এ স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। তাই মাধবীলতা ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে। মাধবীলতা ধারাবাহিকের মধ্যে একটি নতুন জুটির কেমিস্ট্রি ধরা পড়েছিল, সুস্মিত ও শ্রাবণীর জুটি দর্শকদের বেশ নজর কেড়েছিলো।

এই ধারাবাহিক টি সম্পূর্ণ অন্য বিষয়বস্তুর ওপর গড়ে উঠেছিল, মাধবীলতা এমন একটি মেয়ে যে গাছ অন্ত প্রাণ, গাছই তার মা আর জঙ্গল তার প্রাণ- এই মেয়েটি গাছের চোরা কারবার কারীদের সাথে লড়াই করতে থাকে গাছ মাকে বাঁচানোর জন্য। এরপর পুষ্পরঞ্জন চৌধুরীর ছেলে সবুজের সাথে তার বিয়ে হয় এরপর শুরু হয় তার নতুন লড়াই, গাছের চোরা কারবার কারী পুষ্প রঞ্জন কে পরিবর্তন করার লড়াই।

গল্পটা রীতিমত অভিনব আর সেই কারণে গল্পটা জনপ্রিয়তাও তুঙ্গে। তিন মাস আগে এই ধারাবাহিক টি শুরু হয়েছে এখনো এই ধারাবাহিকটি স্লট লিড করে। সচরাচর দেখা যায় কোন ধারাবাহিক দীর্ঘ সময় ধরে স্লট না পেলে সেই ধারাবাহিকটি সরিয়ে দেওয়া হয় কিন্তু মাধবীলতার ক্ষেত্রে সেটার ব্যতিক্রম হচ্ছে। স্লট লিড থাকতে থাকতেই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে তাও অল্প সময়ের মধ্যে, কিন্তু এই ধারাবাহিক যারা পছন্দ করেন না তারাও এই বিষয়টা স্বীকার করছেন যে মাধবীলতা ধারাবাহিকের সাথে অন্যায় হয়েছে।

একজন নেটিজেন যেমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“মাধবীলতা তাহলে ৪ ডিসেম্বর লাস্ট টেলিকাস্ট ও ৩০ নভেম্বর লাস্ট শুটিং !

কেন শেষ হচ্ছে জানা যায়নি , বাট ব্যক্তিগত ভাবে আমি খুব ই খুশি কারণ এর মত বোগাস সিরিয়াল আরো ২ টো থাকলেও সুশ কে চাইনা এইরকম সিরিয়ালে তবে নিরপেক্ষ ভাবে বিচার করতে গেলে সিরিয়াল টার সাথে অন্যায় ই হয়েছে এটা হাজার হলেও এড়ানো যায়না ,, মাধবী প্রায় অনেক উইক ধরে স্লট লিড , এখনো লিড অবস্থায় আছে আর এইভাবে সরিয়ে ফেলাও উচিত নয় !

আজ মাধবীর সেইরকম ফ্যান নেই বলে প্রতিবাদ বেশি হচ্ছেনা বাট Still Happy
জলসার সাথে কোনো প্রোডাকশনের সেই আকারের ঝামেলা হয়না কখনো ব্লুজ আশা করি সেই একঘেয়ে মাথামুন্ডুহীন ও বস্তাপচা সিরিয়াল বাদ দিয়ে জলসায় খুব শীঘ্রই দুর্দান্ত সিরিয়াল নিয়ে Comeback করবে
আর সুস্মিত তাড়াতাড়ি এই প্রোডাকশন ছেড়ে একটা ভালো প্রোডাকশন এ দুর্দান্ত একটা চরিত্রে Comeback করুক সুন্দর একটা জুটি নিয়ে As Well As শ্রাবণী”

Related Articles