বাংলা সিরিয়াল

‘তুবড়ির মতো চপভাজার কনসেপ্ট বলেই কি অরুনিমা ঋত্বিকের নতুন ধারাবাহিক তুবড়ির স্লটে গেলো?এর থেকে রাঙা বৌয়ের টাইমে দিতে পারতেন!’-মন দিতে চাই এর কনসেপ্ট দেখে বলছেন নেটিজেনদের একাংশ!

মাত্র অল্প কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’, এখনো টুকাই বাবুর স্মৃতি মন থেকে মুছেনি দর্শকের মনের থেকে, তার মধ্যেই টুকাইবাবু খ্যাত অভিনেতা ঋত্বিক মুখার্জী নতুন ভাবে ফিরছেন দর্শকদের মাঝে। অন্যদিকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আয় তবে সহচরীর বরফি অর্থাৎ অরুনিমা , ঋত্বিকের সাথে জুটি বেঁধে একই সাথে ফিরছেন জি বাংলার পর্দায়। এই ধারাবাহিকের নাম,‘মন দিতে চাই’।

ইতিমধ্যেই জি বাংলা থেকে এই ধারাবাহিকের প্রোমো দিয়ে দেওয়া হয়েছে, ধারাবাহিকের প্রোমোতে দেখানো হচ্ছে যে, অরুনিমা যে চরিত্রের অভিনয় করছে তারা চার বোন, অরুনিমা চপ, মালপোয়া এই সমস্ত কিছু তৈরি করে বিক্রি করে। এক সময় সে ত্রিশ হাজার টাকার অর্ডার পায় কিন্তু সেই অর্ডার সে ক্যানসেল করে দেয় , তার আত্মসম্মান এবং আত্মাভিমানের কারণে।

যে তাকে অর্ডারটা দিয়েছিল সেই সিরিয়ালের নায়ক, এত আত্ম অহমিকায় ভরপুর একটি চরিত্র সে , যে তার নিজের সাফল্যের পিছনে সমস্ত ক্রেডিট নিজেকেই দিতে চায়, অন্য কাউকে নয়। এমন কি একটি পুরুষের সাফল্যের পিছনে যে একটি মেয়ের অবদান থাকে, তাও সে বিশ্বাস করে না।

তাই সে জনসমক্ষে নিজের ক্রেডিট দেওয়ার জন্য নিজের স্ট্যাচু বানিয়ে তাকেই সমস্ত ক্রেডিট দেয়, এই জিনিসটা টিভির পর্দায় দেখে নায়কের কাছে যায় নায়িকা এবং বলে ৩০ হাজার টাকার অর্ডার সে ক্যানসেল করে দিলো। কারণ কোন মেয়ের তো ক্রেডিট‌ই নেই তার সাফল্যের পেছনে, সে যেন নিজেই নিজের কাজটা করে নেয়।

এই ধারাবাহিকের টাইম স্লট দেখে দর্শক অবাক হয়ে গিয়েছেন, কারণ রাত্রি সাড়ে দশটায় এই ধারাবাহিক আসবে। যা দেখে অনেকে বলছেন যে, তুবড়িতে যেমন চপ ভাজার কনসেপ্ট ছিলো, ঠিক একই রকম তুবড়ির মতো চপ ভাজার কনসেপ্ট বলেই জি বাংলা বুঝেশুনে এটিকে সাড়ে দশটায় দিয়েছে। অনেকে আবার বলছে রাঙ্গা বউকে সাড়ে দশটায় দিয়ে এই নতুন ধারাবাহিকটিকে রাঙা বৌ এর স্লটে দিতে পারতো জি।

Related Articles