বাংলা সিরিয়াল

‘সোহাগ জল ও এক্কাদোক্কা দুটো বিপরীতমুখী সিরিয়াল! একটাতে স্বামী ছাড়া সবাই ভালো আর একটাতে স্বামী ছাড়া সবাই খারাপ!’ দর্শক কোনটাকে একসেপ্ট করে সেটাই দেখার? বলছেন নেটিজেনরা!

রাত নয়টার স্লটে জি বাংলায় নতুন ধারাবাহিক এসেছে সোহাগ জল। এই ধারাবাহিকে হানি বাফনা ও শ্বেতা ভট্টাচার্যের জুটিকে দেখা যাচ্ছে। অন্যদিকে রাত নয়টার স্লটে স্টার জলসায় বেশ কিছুদিন ধরে একটি নতুন ধারাবাহিক হচ্ছে সেই ধারাবাহিকের নাম ‘এক্কাদোক্কা’। এই এক্কাদোক্কা ধারাবাহিকে সোনামণি সাহা এবং সপ্তর্ষি মৌলিককে জুটি হিসেবে দেখা যাচ্ছে। এখন এই একই স্লটের দুটি ধারাবাহিক সম্পূর্ণ ভিন্নধর্মী যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা হচ্ছে।

এক্কাদোক্কা এমন একটি ধারাবাহিক যেখানে দেখানো হচ্ছে যে, নায়ক ও নায়িকা অর্থাৎ পোখরাজ এবং রাধিকা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছে এবং তাদের বিয়েতে পরিবারের কারোর এতোটুকু ইচ্ছা নেই। অন্যদিকে একই স্লটে জি বাংলার সোহাগ জলে দেখানো হচ্ছে যে জুঁই শুভ্রের বিয়ে নিয়ে তাদের গোটা পরিবার উৎসাহিত, উচ্ছ্বসিত স্বয়ং নায়িকার জুঁই‌ও। একমাত্র নায়কের মুখেই হাসি নেই! কারণ নায়ক এই বিয়েটা স্ব ইচ্ছায় করছে না, নায়িকার বাবার জমি আছে জেনে সেই লোভ থেকে সে এই বিয়েতে রাজি হয়েছে।

এক্কা দোক্কাতে দেখানো হচ্ছে যে, রাধিকার শ্বশুরবাড়ি যেন কন্টকশয্যা, একমাত্র হাসবেন্ড তার সাপোর্টে, পরিবারের সবাই তার ক্ষতি করবার জন্য চেষ্টা করছে, অন্যদিকে জি বাংলার সোহাগ জল ধারাবাহিকে দেখা যাচ্ছে যে,শ্বশুর বাড়ির প্রতিটি লোক জুঁইকে খুব ভালোবাসে, কিন্তু জুঁই অসহ্য কষ্ট পাচ্ছে শুধুমাত্র তার স্বামী শুভ্রের কারণে!-একই স্লটের দুই বিপরীত মুখী গল্পের মধ্যে কোনটাকে দশক একসেপ্ট করে সেটাই এখন দেখার!

একজন নেটিজেন যেমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,“বিপরীত দুই স্লটে—-
জুঁই এবং রাধিকার সাথে ননদগুলোর সম্পর্ক
একটিতে শুধু নায়ক ছাড়া মোটামুটি সবাই বেশ ভালো ব্যবহার করছে (সোহাগ জল)।
আরেকটি তে শুধু নায়ক ছাড়া শশুরবাড়ির কেউ তাকে দেখতে পারে না (এক্কা দোক্কা) ”

Related Articles