বাংলা সিরিয়াল

‘কৃষ্ণা স্বার্থপর নয়, আত্মকেন্দ্রিক’ – চরিত্রের জন্য বাস্তব জীবনে অপদস্ত হতেই মুখ খুললেন বাবুর মা ওরফে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

নিম ফুলের মধু, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি। এখানে শুরু থেকে এই গল্পের নায়িকাকে দেখানো হয় যে সে এমন একটি মেয়ে যার পরিবারে মাত্র চারজন সদস্য। কিন্তু যখন সে বিয়ে হয়ে আসছে তখন এসে সে দেখছে একান্নবর্তী পরিবার। প্রত্যেকের মন মতো চলা, এমনকি নিজের ইচ্ছে মতো না চলতে পারা। মেয়েদের শুধু সংসারকেই সামলাতে হবে। তবে মেয়েদের ইচ্ছে, তার স্বপ্ন, তার চাহিদা এসব কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় সেখানে।

তবে ধারাবাহিকে নতুন ভাবে দেখানো হচ্ছে পর্ণা একজন উচ্চ শিক্ষিতা সাংবাদিক। অন্যদিকে পুরনো ধ্যান-ধারণাকে কেন্দ্র করে থাকা দত্ত বাড়ি। নায়ক সৃজনের মা কৃষ্ণা কখনোই চাননি যে পর্ণার মতো এতো আধুনিকা বউ তার বাড়িতে আসুক। ফলে পর্ণা আসার পর থেকেই সৃজনের মা কৃষ্ণা নানান ধরনের কূটকাঁচালী করেই যাচ্ছে। কৃষ্ণার এই নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়।

তবে নেগেটিভ চরিত্র বেশ খানিকটা বাস্তব জীবনেও প্রভাব ফেলে এটা হয়তো সবাই বুঝতে পারবেন। সম্প্রতি অভিনেত্রী এক সংবাদমাধ্যমে কৃষ্ণের চরিত্র করার পর তাঁর বাস্তব জীবনে প্রভাব নিয়ে কথা বলেন। অভিনেত্রী জানিয়েছেন কৃষ্ণের চরিত্রটি তাঁর কাছে খুবই বাস্তব আর রক্তমাংসের একটা আসল চরিত্র বলে মনে হয়েছে। এমনকি কৃষ্ণ চরিত্র তাঁর স্বার্থপর নয় আত্মকেন্দ্রিক বলে মনে হয়। অভিনেত্রীর কথায় প্রতিটি পরিবারেই কৃষ্ণার মতো একজন কেউ থাকেন। কিংবা প্রত্যেকটি মানুষ কোথাও না কোথাও কৃষ্ণার মতো একজন চরিত্র দেখেছেন।

ফলে প্রত্যেকেই এই চরিত্রের সাথে একটা সংযোগ বুঝতে পারবেন। তবে অভিনেত্রীর কাছে কৃষ্ণা খল চরিত্র কখনোই নয়। তাই তিনি মনে করেন দর্শক অবশ্যই কৃষ্ণাকে ভালোবাসেন। তবে অভিনেত্রী এও জানিয়েছেন যে এই চরিত্রের জন্য তাঁকে বেশ কিছু বার অপ্রস্তুত পরিস্থিতির শিকার হতে হয়েছে। তার একটাই কারণ তিনি মনে করেন যে বেশ কিছু মানুষ আছে যারা ভীষণভাবে সিরিয়াল প্রেমী। ফলে তারা চরিত্রকে এতটাই বাস্তব ভেবে নেয় যে তার পেছনে যে একজন কলাকুশলীর কোনো অস্তিত্ব আছে সেটাই তারা ভুলে যান।

Related Articles