বাংলা সিরিয়াল

এত স্লো এপিসোড গরুর গাড়ি! প্রথম দিনেই বীথি হিসেবে অনুশ্রীকে দেখে বিরক্ত দর্শক! কোনভাবেই অভিনেত্রীকে মেনে নিতে পারছেন না মেয়েবেলা ভক্তরা

স্টার জলসা(Star Jalsha)র পর্যায়ে কিছুমাস হলো শুরু হয়েছে মেয়েবেলা(Meyebela) ধারাবাহিক। আর তার মধ্যেই ঘটে গিয়েছে বড়সড় অঘটন। ধারাবাহিকের মূল গল্প ছিল মেয়েদের জীবনের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা। যেখানে মুখ্য হিসেবে পোস্টারে দেখা গিয়েছিল পরিবারের মেয়েদেরকেই। অল্প দিনের মধ্যেই বিথী মৌ, টিকলি, বড় বউ আর মেজ বউয়ের জীবনের নানা ওঠাপড়ার গল্প মন কেড়ে নিয়েছিল দর্শকদের। উপরন্তু এই ধারাবাহিকের হাত ধরে এই দীর্ঘ আট বছর পর ছোটপর্দায় ফিরেছিলেন রূপা গাঙ্গুলী। তাই শুরুর থেকেই ধারাবাহিকে নিয়ে দর্শকদের মনে একাধিক প্রত্যাশা ছিল।

কিন্তু হঠাৎ করেই রুপা গাঙ্গুলী(Rupa Ganguly) ধারাবাহিক ছেড়ে চলে গিয়েছেন। কারণ ধারাবাহিকে বিথী চরিত্রটি প্রথমে যেভাবে দেখানো হয়েছিল বর্তমানে তার থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে। এখন বিথী চরিত্রটিকে ভিলেন বানানো হচ্ছে। কারণ দর্শকরা নাকি সেটাই চাইছেন। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সেই কারণে নিজেকে ধারাবাহিক থেকে সরিয়ে নিয়েছেন।

তবে রূপা গাঙ্গুলি সরে যেতেই দর্শকদের একাংশ রাগে ক্ষোভে ফেটে পড়েছে। কারণ তারা এই অভিনেত্রীর জন্যই ধারাবাহিক দেখতে বসে ছিলেন। পাশাপাশি ধারাবাহিকের গল্প শুরুর দিকে একেবারেই অন্যরকম ছিল। জনপ্রিয়তাতে গা না ভাসিয়ে একটা সুন্দর গল্প চেয়েছিল দর্শক। কিন্তু এখন সেই সাংসারিক কুটকাচালী ,শাশুড়ি বৌমার টক্কর এইসব দেখানো হচ্ছে ধারাবাহিকে।

উল্টো দিকে আবার রুপা গাঙ্গুলী পরিবর্তে বিথী চরিত্রে পাওয়া গিয়েছে অনুশ্রী দাসকে(Anushree Das)। অভিনয় জগতের দীর্ঘ বছর করে ফেলেছেন এই অভিনেত্রীও। কিন্তু কোথাও গিয়ে যেন এই চরিত্রটিতে অনুশ্রী দাসকে দর্শক মেনে নিতে পারছেন না। ডোডোর মা কম বোন বেশি লাগছে। বলা যেতে পারে পুরো সিরিয়াল টাই যেন এক মুহূর্তের জন্য ঝুলে গেছে। এপিসোড চলছে গরুর গাড়ির স্পিডে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এক নেটিজেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন,’ আজকের এপিসোড সত্যিই খুব slow বিরক্ত হয়ে গেছিলাম মাঝপথে যদিও এটা বীথির মুখ বদলের জন্য ই হয়েছে যাতে অনুশ্রী ম্যাম কে একটু স্পেস দিলে ওনাকে বীথি হিসেবে মেনে নিতে পারেন সব দর্শক।…. তবে লাস্টের দিকে বীথি যখন মধুমিতার কথা ভাবছিল ওই মুহূর্ত টা বাকি 15 minutes+ এর boredom কাটিয়ে দিয়েছে…

একটা জিনিস ভালো লাগলো যে অনুশ্রী ম্যাম নিজের মতো করে বীথি কে ফুটিয়ে তুলছেন ….রূপা ম্যামকে অনুকরণ বা অনুসরণ কোনোটাই করছেন না, তবে হ্যাঁ, দর্শক প্রথম প্রথম বীথির মধ্যে রূপা ম্যামকেই খুঁজবে (আমিও তাদের মধ্যে পড়ছি)….. তবে ধীরে ধীরে অনুশ্রী ম্যাম আমাদের কাছে বীথি হয়ে উঠবেন’।

Related Articles