বাংলা সিরিয়াল

বিধবা বিবাহ আইনের আগেই রামপ্রসাদের কমলাকান্ত বিধবা দুর্গাকে বিয়ে করছে!কীভাবে সম্ভব এই বিয়ে-প্রশ্ন তুলছেন দর্শক!

স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে সম্প্রতি একটি নতুন ট্র্যাক এসেছে, যে ট্র্যাকের মধ্যে বিধবা বিবাহ দেখানো হবে আর এই ট্র্যাকের প্রয়োজনেই এন্ট্রি নিয়েছে এক নতুন চরিত্র, কমলাকান্ত চট্টোপাধ্যায়।

জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও অত্যন্ত সহজ সরল নিরীহ প্রকৃতির এই ছেলে তার মায়ের অসুস্থতার কারণে রামপ্রসাদের কাছে মায়ের আশীর্বাদী ফুল নিতে ছুটে আসে, ঘাটে পার হওয়ার সময় অভুক্ত মানুষদের সব টাকা দিয়ে নিঃস্ব হয়ে, গঙ্গা সাঁতরে আসে সে আর এই চরিত্রটাই পরবর্তীকালে হয়ে ওঠে বিধবা দুর্গার উদ্ধারকর্তা।

হ্যাঁ রামপ্রসাদের ভিটেতেই কমলাকান্তের সাথে দেখা হয় বিধবা দুর্গার, যে দুর্গাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় কমলাকান্তের, কিন্তু সাহস করে সে কথাটি বলতে পারে না। অন্যদিকে সতীদাহ প্রথার মত জঘন্য একটি কুসংস্কারের থেকে দুর্গাকে রক্ষা করে তাকে আশ্রয় দেয় রামপ্রসাদ আর সর্বাণী।

অল্প বয়সী এই বিধবা প্রাণে বাঁচলেও সমাজের কু নজর থেকে বাঁচতে পারে না, বারবার কিছু মানুষ তার প্রতি লোভ লালসার দৃষ্টি দেয়-এর হাত থেকেই দুর্গাকে বাঁচায় কমলাকান্ত আর তারপর রামপ্রসাদের সামনে সে দুর্গাকে বিয়ে করার প্রস্তাব রাখে।

এই কমলাকান্ত চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেতা রাজা বিশ্বাস। ড্যান্স ও থিয়েটারের মধ্যে দিয়েই রূপোলী পর্দার জগতে পা রাখেন তিনি, পরবর্তীতে বড় পর্দাও ছোটোপর্দায় সমানতালে কাজ করেছেন।অভিনেতা যখন প্রথম কমলাকান্ত চরিত্রে এন্ট্রি নেন,তখন‌ই একজন নেটিজেন লিখেছিলেন যে,“কমলাকান্ত চট্টোপাধ্যায়
চরিত্রটি বেশ পজিটিভ

নারায়ণ পুরের এক জমিদার বাড়ির ছেলে অথচ কত সরল, শান্ত
রামপ্রসাদের কাছে এসেছিল মা অসুস্থ তাই
তিনিও মাতৃ ভক্ত
কেন জানি যা মনে হলো দুর্গার সাথে বেশ মানাবে
দেখা যাক কি হয় আগামী দিনে ”

আরও পড়ুন : ৩০ মিনিট ফাটিয়ে এন্টারটেইনমেন্ট নিমফুলে! কাগজে বিজ্ঞাপন দিয়ে পর্নার দেখাশোনা হচ্ছে দত্তবাড়িতে!

পরবর্তীতে দর্শকের এই আশঙ্কা সত্যি করে যখন সত্যিই দেখা যায় যে, কমলাকান্ত‌ই দুর্গার নায়ক তখন দর্শক হয়ে যান আপ্লুত।একজন নেটিজেন লিখেছেন যে, “কমলাকান্ত আর দুর্গার আবার দেখা হলো
কমলাকান্ত প্রথমে তাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করলো … পরে মা তাকে রক্ষা করলেন
পরে দুর্গাকে আত্মহত্যা করার হাত থেকে রক্ষা করলো
আর রামপ্রসাদ কে বললো সে বিয়ে করতে চায় দুর্গা কে
দুর্গাও রাজী”

অন্যদিকে সেই সময় তখন‌ও অবধি বিধবা বিবাহ আইন পাশ হয় নি, তাই এই বিয়ে কীভাবে হবে তাই নিয়েও দর্শক চিন্তিত। একজন লিখেছেন যে,“ কমলাকান্ত আর দুর্গার বিয়ে ঠিক হল …
কিন্তু এটা আগে রাজা কৃষ্ণচন্দ্রকে জানাতে হবে কারণ তৎকালীন সময় বিধবা বিবাহ প্রচলিত ছিল না ….

রাজা সম্মতি আর পরিবার রাজি হলেই হয় তো বিয়ে হবে কিন্তু সমাজের জটিলতা থেকে কি মুক্তি পাবে ????”

তবে দুর্গাকে বাঁচানোর এই সিনটি নিজে নিজেই করতে গিয়ে অভিনেতা রাজা কিন্তু আহতও হয়েছেন। নিজের প্রোফাইলে এই কথা জানিয়ে তিনি লেখেন,“আজকের এই অ্যাকশন সিন টি শুটিং করার সময় সত্যি সত্যি দুটি ঘুষি আমার ডান চোখের নিচে ও পেটে লাগে। কিন্তু আমি শুটিং চালিয়ে গেছিলাম।” সেখানে প্রচুর অনুরাগী তার প্রশংসা করেছেন, কমলাকান্ত

চরিত্রটি দেখে দর্শক যখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন,তখন অভিনেতা রাজা বিশ্বাস সংকোচের সাথেই বলেন,“আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি করার,কতটা পেরেছি?আদৌ পেরেছি কিনা? তা তো দর্শক‌ই বলবেন”

Related Articles