বাংলা সিরিয়াল

নিজের ফ্যাশন সেন্সের বিষয়ে বললেন সৌমিতৃষা, শিক্ষক দিবসে নিজের জীবনের প্রতিটা শিক্ষা নিয়ে অকপটে অভিনেত্রী

বর্তমানে গোটা বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। ধারাবাহিকের পাশাপাশি অভিনেত্রীর নিজের জনপ্রিয়তাও বেড়েছে দিন দিন। আর সেই জনপ্রিয়তার জোরেই মানুষ সৌমির জীবনের প্রত্যেকটি খুঁটিনাটি সম্পর্কে জানতে চান। শিক্ষক দিবসে তাই নিজের জীবনের শিক্ষা এবং সেই শিক্ষকদের নিয়ে কথা বললেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায় মা বাবা তাঁর সব থেকে বড় শিক্ষক। অভিনেত্রী বলেন, “জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রত্যেকের কাছেই কিছু না কিছু শিখি। তবে আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা-বাবা। আমার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে তাঁরা। ওঁরা যা শিখিয়েছেন, তা এখনও অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। কাজ হোক বা ব্যক্তিজীবন, জীবনের প্রতিটি ধাপে সততাকে সঙ্গী করার পাঠ দিয়েছেন মা-বাবা। মাটির কাছাকাছি থাকতে শিখিয়েছে। বলেছিলেন, সাফল্য পেয়ে নিজের শিকড় যাতে ভুলে না যাই। ওঁদের সেই উপদেশ আমি মেনে চলেছি। আগামী দিনেও মেনে চলব”। নিজের জনপ্রিয়তা এবং পরিচিতির জন্য অভিনেত্রী কৃতজ্ঞ তাঁর বাবা-মার কাছে। তিনি বলেছেন, “শৈশব থেকেই একজন ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষা দিয়েছেন ওঁরা। আমার মনে হয়, ওঁদের দেখানো পথে আমি চলতে পেরেছি। তাই হয়তো মানুষ আমাকে এত ভালোবাসেন”।

আমরা সকলেই জানি, এমনিতে, সৌমি কিন্তু ভারী মিষ্টি দেখতে। আর তারওপরে তাঁর মিষ্টি সাজগোজ। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট এই তিনি মুগ্ধ করে দেন দর্শকদের। এই বিষয় নিয়ে একটি কথা বলেন অভিনেত্রী, “আমার মায়ের থেকে আমি আরও একটি জিনিস পেয়েছি। ফ্যাশন সেন্স। ছোটবেলায় যখন মাকে সাজতে দেখতাম, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। এখনও আমি মায়ের মতো করেই সাজগোজ করি। অন্তত চেষ্টা তেমনই থাকে”।

এমনকি নিজের পেশাগত জীবনের কথাও বাদ রাখেননি সৌমী। অভিনেত্রী বলেন, “আমার পেশাগত জীবনে কয়েকজনের কথা না বললেই নয়। ‘মিঠাই’-এ অভিনয়ের সুবাদে আমি অনেক কিছু শিখেছি। বিশ্বজিৎ আঙ্কল (চক্রবর্তী), স্বাগতাদি (বসু), অর্পিতাদিরা (মুখোপাধ্যায়) আমাকে কত কিছু শিখিয়েছে! সেটে এত হইহুল্লোড় করেও কী ভাবে নিজের কাজটা মন দিয়ে করা যায়, তা ওঁদের দেখেই শিখি। এত বড় মাপের শিল্পী হয়েও সকলের সঙ্গে মিশে যেতে পারেন ওঁরা। কোনও সংলাপকে কী ভাবে আরও বিশ্বাসযোগ্য করা যায়, অনেক সময় তা বিশ্বজিৎ আঙ্কল আমাদের দেখিয়ে দেন। সেটের প্রত্যেককে উনি সাহায্য করেন। আরও ভালো কাজ করতে উৎসাহ জোগান প্রতিনিয়ত। একবার একটা সঙ্কটের দৃশ্য শ্যুট হচ্ছে। সিদ্ধার্থকে সান্ত্বনা দিতে তার মাথায় হাত রাখে মিঠাই। স্বাগতাদি তখন আমায় বললেন, ‘মাথায় হাত রাখিস না। ওর হাতটা শক্ত করে ধর’। আমি তা-ই করেছিলাম। দৃশ্যটা সত্যিই যেন আরও আবেগঘন হয়ে উঠেছিল। এমন শিক্ষক ক’জনই বা পায়! আমাদের পরিচালক রাজেনদা (রাজেন্দ্র প্রসাদ দাস) আমার অন্যতম শিক্ষক। অভিনয় জীবনের প্রতিটি ধাপে ওই মানুষটিকে দেখে শিখেছি। অনুপ্রাণিত হয়েছি। ওঁর প্রতি আমি কতটা কৃতজ্ঞ, তা হয়তো শব্দে প্রকাশ করতে পারব না!”

এমনকি সবশেষে অভিনেত্রী তাঁর দর্শকদেরও শ্রদ্ধা জানিয়েছেন। দর্শকদের উৎসব উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন, “সব শেষে আসি আমার অনুরাগীদের কথায়। অনুরাগী বলাটা বোধ হয় ঠিক হবে না। তাঁরা আমার বৃহত্তর পরিবার। ওঁদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। তবু আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন ওঁরা। একটু দেখা করার জন্য অনেকে অসুস্থ শরীর নিয়ে স্টুডিয়োর বাইরে অপেক্ষা করেন। এমন নিঃস্বার্থ ভাবে ভালোবাসার পাঠ আর কোথায় পাব বলুন তো? তাই ওঁদের জন্যও বরাদ্দ থাকল শিক্ষক দিবসের শুভেচ্ছা”।

Related Articles