বাংলা সিরিয়াল

মিঠাইকে হারিয়েছে ‘গৌরী এলো’! সেই খুশিতে মনের আনন্দে একই পোশাক পরে উইকেন্ড পার্টিতে মেতে উঠলো গোটা ঘোষাল পরিবার, পড়াশুনা নিয়েই ব্যস্ত ছোট্ট অভিনেত্রী

বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় মিঠাই ধারাবাহিকে বারবার বাজিমাত করছে ‘গৌরী এলো’ ধারাবাহিক। জি বাংলার এই ধারাবাহিক দুটির মধ্যে বর্তমানে বেশ টক্কর চলছে। বর্তমানে দারুন জমজমাট হয়ে উঠেছে গৌরী এলো ধারাবাহিক। সে ক্ষেত্রে পিছিয়ে পড়েছে মিঠাই। তবে মিঠাই ভক্তদের বিশ্বাস যে আবার নতুন কোন চমকের মাধ্যমে মিঠাই ধারাবাহিক টিআরপি তারকার প্রথম স্থান দখল করে নেবে ঠিক।

এই মুহূর্তে গৌরী এলো ধারাবাহিকে দেখানো হয়েছে পরিবারের সকলে মিলে ভন্ড ধূর্জটি বাবা কে ধরতে সক্ষম হয়েছে। ঘোষাল বাড়ির প্রত্যেকেই ছদ্মবেশে পাকড়াও করেছে ওই ধূর্জটি বাবাকে। যদিও শৈল মাকে এখনো ধরতে পারেনি কেউ। কারণ শৈল মা যদি এখনই পুলিশের হাতে গ্রেফতার হয় তাহলে পুরো গল্পের মজাই চলে যাবে। ধারাবাহিকের আর কোনো নতুন টুইস্ট থাকবে না। তবে এবার ধূর্জটি বাবা ধরা পড়ার আনন্দে পরিবারের সকলে মিলে উইকেন্ড এ সেলিব্রেশানে মেতে উঠলো।

সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা গেছে প্রত্যেকেই একই রঙের পোশাক পরে সেলিব্রেশনে মেতে উঠেছে। সেখানে শৈলমা, ঈশানের মা প্রত্যেকে দেখে অবাক নেটিজেনরা। এমন কি ঈশান কে আমরা ধারাবাহিককে যেমনভাবে দেখি একেবারে সেই সাজে সাজেনি ঈশান। তবে সকল উপস্থিতি লক্ষ্য করা গেলেও গৌরীকে দেখা যায়নি। যার ফলে দর্শকদের মনে প্রশ্ন উঠেছে গৌরী কোথায়। আসলে ধারাবাহিকে গৌরীর চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি কে। বর্তমানে মোহনা পড়াশোনা করছে। সবেমাত্র দশম শ্রেণীতে পড়ে। আগামী বছরই তার মাধ্যমিক পরীক্ষা। তাই বর্তমানে পড়াশুনা নিয়ে ব্যস্ত সে। বড়দের সঙ্গে উইকেন্ড পার্টি করার মুডে সে নেই। সময় সুযোগ পেলেই শুটিংয়ের ফাঁকে ফাঁকে বইয়ের সাথে নিয়ে বসে পড়ে। আপাতত পড়াশোনাতে মনোযোগ করেছেন মোহনা তাই পার্টি করতে তাকে দেখা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Olivia Malakar (@oliviamalakar)

Related Articles