সৌমিত্রিশা যে হটনেসে হারিয়ে দিলো অভিনেত্রী তন্নী লাহা রায়! স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে ঘুরছে তোর্সা

সম্প্রতি ধারাবাহিকের শুটিং থেকে অনেকটা দূরে গিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তন্নী লাহা রায়। যাকে আমরা বর্তমানে জি বাংলার মিঠাই ধারাবাহিকে তোর্সার চরিত্রে দেখতে পাচ্ছি। বর্তমানে তার চরিত্রের উপর চাপ একটু কম তাই এই ছুটিটাকে কাজে লাগিয়েছেন অভিনেত্রী। সবার থেকে দূরে সমুদ্র সৈকতে ছুটি কাটাতে চলে গিয়েছেন তন্বী। এর আগেও তিনি অনেকবার বলেছেন যে সময় পেলেই ঘুরতে যেতে দারুন ভালো লাগে তার, তাই মাঝেমধ্যে এদিক ওদিক বেরিয়ে পড়েন।
বর্তমানে মিঠাই ধারাবাহিককে প্রমিলা লাহা এবং আদিত্য আগারওয়াল এর মত দুই জাদরেল ভিলেনের এন্ট্রি হয়েছে। যাদের ষড়যন্ত্রের জর্জরিত হয়ে রয়েছে মোদক পরিবার। কি করে এদের ফাঁদ থেকে বেরিয়ে আসবে মিঠাইয়ের পুরো পরিবার সেটাই দেখার অপেক্ষায় দর্শক। বর্তমানে তোর্সার চরিত্র কিছুটা নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে। তবে মিঠাই এবং ট্যাস বুড়ির খুনসুটি ভরা ঝগড়া তো লেগেই রয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু তার চরিত্র এখন আর নেগেটিভ বলা চলে না। তাইতো বর্তমানে তার চরিত্রের উপর চাপটাও কম রয়েছে।
View this post on Instagram
সম্প্রতি কিছুদিনের ছুটি নিয়ে বিশাখাপত্তনামে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করেছেন একের পর এক সমুদ্র সৈকতের ছবি। ছবিতে তাকে গোলাপি রঙের ব্যাকলেস টপ এবং কালো হট প্যান্ট পড়ে দেখা গিয়েছে। আর অভিনেত্রীর এসব ছবি দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে নেটিজেনদের। কেউ কেউ অভিনেত্রীর ছবিগুলোতে প্রশংসায় ভরিয়ে দিয়েছে আবার কেউ কেউ কটাক্ষ করেছে।
View this post on Instagram