বাংলা সিরিয়াল

গাঁটছড়াকে টপকে গেল জগদ্ধাত্রী! প্রথম স্থানে গৌরী এলো! কোথায় হারিয়ে গেল মিঠাই?

বিনোদন জগতের চ্যানেল গুলির মধ্যে প্রত্যেক সপ্তাহের জোরদার লড়াই চলতেই থাকে। এই সপ্তাহের টিআরপির ফলাফলও সামনে এসেছে। তবে বড়সড়ো চমক দেখা গিয়েছে এইবারের লিস্টে। মিঠাই কে বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি লিস্টের প্রথম তিনি দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু গত সপ্তাহতেও প্রথম স্থানে দেখতে পাওয়া গিয়েছিল স্টার জলসার গাঁটছড়াকে। এছাড়াও ধূলকণা ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছে। লিস্টের প্রথম স্থানে উঠে এসেছে গৌরী এলো। দ্বিতীয় স্থান অধিকার করেছে সদ্য শুরু হওয়া ধারাবাহিক জগদ্ধাত্রী।

পিছিয়ে গিয়েছে গাঁটছড়া। একের পর এক টুইস্ট ধরে রাখতে পারল না ধারাবাহিকের টিআরপি। ধুলোকনা ধারাবাহিকের বিভিন্ন টুইস্টও দর্শক ধরে রাখতে অসমর্ত হয়েছে। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প পিছিয়ে গেল। টানা প্রথম স্থান অধিকার করা গাঁটছড়া নিজের স্লট হারালো। রীতিমতো এটা কে হেরে যাওয়াই বলা চলে। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক কোনগুলি।

এই সপ্তাহে বাংলার সেরা ৫ ধারাবাহিক হলো –
১) গৌরী এলো ৮.২
২) জগদ্ধাত্রী ৭.৩
৩) গাঁটছড়া ৭.২
৪) ধুলোকণা ৭.১
৫) মিঠাই ৬.৭

এবার চলুন দেখে নিও অন্যান্য ধারাবাহিকের টিআরপি রেটিং –
5:00 PM : বিক্রম বেতাল (১.১)
5:30 PM : গুড্ডি (৩.৫) | দিদি No.1 S9 (২.৯)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৪) | পিলু (৪.৫)
6:30 PM : সাহেবের চিঠি (৬.২) | খেলনা বাড়ি (৬.০)
7:00 PM : গাঁটছড়া (৭.২) | জগদ্ধাত্রী (৭.৩)
7:30 PM : আলতা ফড়িং (৬.৪) | গৌরী এলো (৮.২)
8:00 PM : ধুলোকণা (৭.১) | মিঠাই (৬.৭)
8:30 PM : মাধবীলতা (৬.১) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
9:00 PM : এক্কা দোক্কা (৪.৯) | এই পথ যদি না শেষ হয় (৫.২)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৪.৩)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৯) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৭)
10:30 PM : গোধূলি আলাপ (৩.১) | উড়ন তুবড়ি (৩.৭)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.২)

ধারাবাহিকই যে শুধু টিআরপি রেটিংয়ে থাকে এমন তো নয় রয়েছে বেশ কিছু ননফিকশন শো। এর জনপ্রিয়তা খুব কম নয়। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের ননফিকশন শো গুলি টিআরপি রেটিং –
১) দিদি No.1 [সানডে ধামাকা] ৫.৫
২) সা রে গা মা পা ৫.২
৩) Dance Dance Junior ৪.৫
৪)রান্নাঘর ১.১

এছাড়াও সদ্য গিয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। প্রত্যেকটি চ্যানেল মহালয়া স্পেশাল শো সম্প্রচারিত করেছিল। সেই শো গুলির ও টিআরপি রেটিং তৈরি হয়েছে। সেগুলির ট্রিএপিরেটিং হল –
১) সিংহবাহিনী ত্রিনয়নী ৫.৪
২) যা চণ্ডী ৪.১

Related Articles