মিঠাই স্লট পরিবর্তনের খবরেও টানতে পারল না টিআরপি! আবারো বঙ্গ সেরা গৌরী এলো, গাঁটছড়া ফিরে এলো প্রথম তিনে

প্রতি বৃহস্পতিবার দর্শকের সামনে আসে তাদের প্রিয় ধারাবাহিকের রিপোর্ট কার্ড। এই বৃহস্পতিবার অর্থাৎ আজকে ইতিমধ্যেই চলে এসেছে ধারাবাহিক গুলির ফলাফল। আমরা সকলেই জানি এই টিআরপির ওপরেই ভরসা করে থাকে ধারাবাহিকগুলির পরবর্তী দিনের কপাল। যেমন টিআরপি যদি দিনদিন কম থাকে তবে সেই ধারাবাহিক হয় বন্ধ হয়ে যাবে নয়তো স্লট হারাবে। ঠিক যেমন হলো মিঠাইয়ের সাথে। টিআরপি কমতে কমতেই এখন ইতিমধ্যেই চলে এসেছে স্লট পরিবর্তনের খবর। এই খবর আস্তে আস্তেই সময় চলে এলো আজকের টিআরপির।
একের পরে কুসংস্কারচ্ছন্ন গল্প দেখিয়ে এই সপ্তাহতেও বঙ্গ সেরা ধারাবাহিক হলো গৌরী এলো। ধুলোকণা আবার এগিয়ে এসেছে দ্বিতীয় স্থানে। গাঁটছড়া আবার প্রথম তিনে উঠে এসেছে। এই তিনটি ধারাবাহিক ব্যাক টু ব্যাক প্রথম পাঁচে বিরাজ করছে। জগদ্ধাত্রী হারিয়েছে তার স্থান। সোজা প্রথম দিনের বাইরে বেরিয়ে গেল জগদ্ধাত্রী। আবার প্রথম পাঁচে উঠে এল অনুরাগের ছোঁয়া। অন্যদিকে সিদ্ধার্থ আর আর মিঠাই এর জনপ্রিয়তা দুবছরই একেবারে মিশে যাচ্ছে মাটির সাথে। টিআরপি কালকে আয় মিঠাইয়ের অবস্থা দেখলে তা একেবারেই স্পষ্ট।
চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের প্রথম ৫ ধারাবাহিক।
এই সপ্তাহের প্রথম ৫ ধারাবাহিক হল –
১ম – গৌরী এলো ৭.৮ (বঙ্গ সেরা)
২য় – ধুলোকনা ৭.৬
৩য় – গাঁটছড়া ৭.৩
৪র্থ – জগদ্ধাত্রী ৭.২
৫ম – অনুরাগের ছোঁয়া ৭.০
এবার চলুন দেখে নেওয়া যাক অন্যান্য ধারাবাহিকগুলির টিআরপি রেটিং –
5:00 PM : বিক্রম বেতাল (১.১)
5:30 PM : গুড্ডি (৩.৭) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৮) | পিলু (৪.৮)
6:30 PM : সাহেবের চিঠি (৬.১) | খেলনা বাড়ি (৬.২)
7:00 PM : গাঁটছড়া (৭.৩) | জগদ্ধাত্রী (৭.২)
7:30 PM : আলতা ফড়িং (৬.৯) | গৌরী এলো (৭.৮)
8:00 PM : ধুলোকণা (৭.৬) | মিঠাই (৬.৬)
8:30 PM : মাধবীলতা (৬.৭) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.৫) | এই পথ যদি না শেষ হয় (৫.১)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৭.০) | লালকুঠি (৪.৫)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৫.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৬)
10:30 PM : গোধূলি আলাপ (২.৭) | উড়ন তুবড়ি (৩.৬)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৪) | শিশু ভোলানাথ (২.১)
প্রাইভেট চ্যানেলগুলিতে ধারাবাহিকের পাশাপাশি সম্প্রচার করা হয় বিভিন্ন নন ফিকশন শো। এই শো গুলিরও জনপ্রিয়তা কিছু কম নয়। চলুন দেখে নিয়ে ননফিকশন শোয়ের টিআরপি রেটিং –
১ম – দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৭)
২য় – সা রে গা মা পা (৫.১)
৩য় – Dance Dance Junior (৪.৭)
৪র্থ – রান্নাঘর (১.০)