বাংলা সিরিয়াল

মিঠাই, গাঁটছড়া কে টপকে চলে গেল ধুলোকনা! গাঁটছড়া টুইস্ট দিয়েও ধরে রাখতে পারল না প্রথম স্থান, প্রথম পাঁচে দেখতে পাওয়া যাচ্ছে না মিঠাই কে! এবার কি তবে সত্যিই বন্ধ হয়ে যাবে মিঠাই?

কিছুক্ষণ আগে সামনে এসেছে এই সপ্তাহের টিআরপি লিস্ট। কিন্তু সেই তালিকা দেখে চমকে উঠেছে দর্শক। মিঠাই, গাঁটছড়া কে পেছনে ফেলে দিয়ে বেঙ্গল টপার ধূলকণা। সারা সপ্তাহ জুড়ে ধারাবাহিকের টানটান উত্তেজনায় ধরে রেখেছিল দর্শক মহলকে। লালনের ডাক্তারের বাড়িতে সেবা শুশ্রূষা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা। অন্যদিকে মেজ মামি চান্দ্রেয়ীর পুলিশের হাতে ধরা পড়া। সবটাতেই টানটান উত্তেজনা চলেছে ধারাবাহিকে। লীনা গঙ্গোপাধ্যায় কোথায় কখন কিভাবে টুইস্ট আনবেন তা বোঝাই যায় না। গল্পের একের পর এক টুইস্টের জন্য ধারাবাহিক উঠে এসেছে সবার সেরা হিসেবে।

অন্যদিকে নিজের জায়গা ধরে রেখেছে আলতা ফড়িং। গত সপ্তাহ হতেও টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা রেখেছিল নিজের। এই সপ্তাহতেও ঠিক তাই রয়েছে। কিন্তু অবাক করেছে গাঁটছড়ার টিআরপি রেটিং। টানা দু সপ্তাহ ধরে বেঙ্গল টপার হওয়ার পর ছিটকে এসে পড়ল সোজা তিনে। তাহলে কি খড়ি আর ঋদ্ধির মিলিত গোয়েন্দাগিরি পছন্দ করছেন না দর্শক? রাহুল, কিয়ারা আর অয়নায় ষড়যন্ত্র ধরে রাখতে পারল না দর্শককে। কিন্তু সব থেকে বাজে অবস্থায় রয়েছেন মিঠাই ভক্তরা। বেঙ্গল টপার থেকে ধীরে ধীরে রেটিং পড়তে পড়তে এখন বাংলা সেরা ৫ ধারাবাহিকও দাঁড়াতে পারেনি মিঠাই। ষষ্ঠ হয়ে টিআরপি রেটিং এর নাম রেখেছে নিজের। এরকম চলতে থাকলে ধারাবাহিক বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কা করছেন মিঠাই ভক্তরা। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক কোন গুলি।

বাংলার সেরা ৫ ধারাবাহিক –
প্রথম – ধুলোকণা (৮.২)
দ্বিতীয়- আলতা ফড়িং (৮.০)
তৃতীয়- গাঁটছড়া (৭.৯)/ গৌরী এলো (৭.৯)
চতুর্থ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
পঞ্চম- জগদ্ধাত্রী (৭.১)

এটা তো গেল টিআরপি রেটিং এর প্রথম ১০ ধারাবাহিকের মধ্যে ৫ টি। চলুন দেখে নেওয়া যাক বাকি ৫ টি ধারাবাহিক কোনগুলি।
বাকি ৫ টি ধারাবাহিক হলো –
ষষ্ঠ- মিঠাই (৭.০)
সপ্তম- সাহেবের চিঠি (৬.১)/ খেলনা বাড়ি (৬.১)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.০)
নবম- মাধবীলতা (৫.৮)
দশম- এই পথ যদি না শেষ হয় (৫.৫)

এবার চলুন দেখে নেওয়া যাক বাদবাকি সব ধারাবাহিকের টিআরপি রেটিং –
5:00 PM : বিক্রম বেতাল (১.৩)
5:30 PM : গুড্ডি (৩.৮) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৪) | পিলু (৪.৯)
6:30 PM : সাহেবের চিঠি (৬.৬) | খেলনা বাড়ি (৬.১)
7:00 PM : গাঁটছড়া (৭.৯) | জগদ্ধাত্রী (৭.১)
7:30 PM : আলতা ফড়িং (৮.০) | গৌরী এলো (৭.৯)
8:00 PM : ধুলোকণা (৮.২) | মিঠাই (৭.০)
8:30 PM : মাধবীলতা (৫.৮) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.০) | এই পথ যদি না শেষ হয় (৫.৫)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.০) | লালকুঠি (৪.৯)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৭) [OPENING] / বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৯)
10:30 PM : গোধূলি আলাপ (৩.২) | উড়ন তুবড়ি (৩.৫)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৫) | শিশু ভোলানাথ (২.২)

এটা তো গেল বিনোদন মাধ্যমের চ্যানেল গুলির ধারাবাহিকের কথা। এছাড়াও লিস্টে আছে কিছু নন ফিকশন শো। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি লিস্টের নন ফিকশন শো এর রেটিং –
প্রথম – দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৫)
দ্বিতীয় – সা রে গা মা পা (৫.৬)
তৃতীয় – ডান্স ডান্স জুনিয়র সিজন ৩ (৩.৬)
চতুর্থ – রান্নাঘর (১.৩)

Related Articles