এত বড়ো ষ্টার হয়েও লোকাল বাসে করে ঘুরতে কোনো অসুবিধা হয়না প্রসেনজিৎ এবং দেব এর! তারকার তকমা ছেড়ে বুধবার বং গাই অর্থাৎ কিরণ দত্তের সঙ্গে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরলেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা প্রসেনজিৎ এবং দেব
সাধারণত সেলিব্রিটি হওয়ার পর পাবলিক ট্রান্সপোর্টে দেখা যায় না অভিনেতা অভিনেত্রীদের। তবে এবারে পাবলিকের সঙ্গে বাসে চড়ার চ্যালেঞ্জ প্রসেনজিৎ এবং দেব কে ছুড়ে দিলেন জনপ্রিয় ইউটিউবার বং গাই। আর বং গাই এর সেই চ্যালেঞ্জ কে এক্সেপ্ট করলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা। এক সাক্ষাৎকার কিরণ দত্ত অর্থাৎ বং গাই জানিয়েছেন ‘হ্যাঁ, আমি ভেবেছিলাম ওঁরা পারবেন না, এত বড় সুপারস্টার বাসে কি উঠতে পারবেন? তবে ওঁরা করে দেখালেন। সকালে বালিগঞ্জ ফাঁড়ি থেকে যাদবপুর পর্যন্ত একটা পাবলিক বাসে চড়েন দেব এবং প্রসেনজিৎ। আমিও ছিলাম ওঁদের সঙ্গে, সাধারণ নিত্যযাত্রীরাও ছিলেন। সকলে দেব, প্রসেনজিৎকে বাসে দেখে অবাক, অনেকেই নিজেদের বাড়িতেও ফোন করছিলেন দেখলাম।’
আসলে আমরা টেলিভিশনের এপার থেকে যারা অভিনেতা অভিনেত্রীদের দেখি তাদের প্রত্যেকটি ধারণা হয় যে আমরা সাধারণ মানুষেরা যা করে থাকে নিত্যদিনে অভিনেতা অভিনেতা করতে পারেন না। এবারে সেই ধারণাই বদলে দিলেন প্রসেনজিৎ দেব। এমনকি কিরনের ও সেই ধারণায় ছিল প্রথম থেকে। কিন্তু সেই ধারণা এবারে তারও বদলে গেল। আসলে প্রসেনজিৎ এবং দেব অভিনীত আগামী ছবি ‘কাছের মানুষ’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এবং সেই ছবিতেই দেবকে একটি দৃশ্যে ট্রামে চড়তে দেখা গিয়েছে। আর সেই জন্যই কিরণ দত্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই নিয়ে একটি পোস্টও করেছিলেন পোস্টটি তিনি লিখেছিলেন ‘এটা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব। বাস্তব জীবনে এরকম বাস চড়ে দেখাও তো দেখি।’ এই কথা লিখে প্রসেনজিৎ এবং দেবকে ত্যাগ করেন তিনি তার উত্তরে প্রসেনজিৎ জানান ‘চল ঠিক আছে…পরশু বাসে দেখা হবে, চ্যালেঞ্জ নিবি না’।
আর যেমন বলার তেমন কাজ। বুধবার দিন দেব এবং প্রসেনজিৎ তারকার তকমা ছেড়ে সাধারণ মানুষের মতোই পাবলিক বাসে চড়লেন। ঘুরলেন বালিগঞ্জ ফাঁকি থেকে যাদবপুর অঞ্চল। প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৩০শে সেপ্টেম্বর অর্থাৎ মহা পঞ্চমীর দিন মুক্তি পেতে চলেছে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘কাছের মানুষ’ আর তার জন্যই প্রচারের কাজে এখন দারুন ব্যস্ত দুজনে।
View this post on Instagram