এই নায়িকা অত সুন্দর না,যতটা বলা হয়!’সৌরভ গাঙ্গুলী স্বস্তিকা দত্তকে সুন্দরী বলায় অভিযোগ!
জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত ছোট পর্দার সাথে সাথে বড় পর্দাতেও কাজ করেছেন। ছোট পর্দায় ভজ গোবিন্দ ধারাবাহিকের ডালি চরিত্র, বিজয়িনী ধারাবাহিকের কেকা চরিত্র ও কি করে বলবো তোমায় ধারাবাহিকের রাধিকা চরিত্র দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। সর্বশেষ ছোটপর্দায় জি বাংলায় তোমার খোলা হাওয়া ধারাবাহিকে কাজ করেছেন তিনি, এখানেও তার অভিনীত ঝিলমিল চরিত্র দর্শকের মনে জায়গা করে নিয়েছিলো।
View this post on Instagram
বড় পর্দায় ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে কাজ করার মধ্যে দিয়ে ২০১৫ সালে চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে তার, এরপর ছোট পর্দাতেও সমান তালে কাজ করেছেন তিনি।
২০১৮ সালে ভজ গোবিন্দ ধারাবাহিকের ডালি চরিত্রের জন্য সেরা স্টাইল আইকন জেতেন তিনি, এরপর গভীর জলের মাছ ওয়েব সিরিজের কাজও করেছেন। সম্প্রতি জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়েই একজন নেটিজেন সমালোচনা করেছেন,তার বক্তব্য, অভিনেত্রীকে যতোটা সুন্দর বলা হয় উনি আদপে ততটা সুন্দর নয়।
আরও পড়ুন : চিনি জলসার কাছে বোঝা!তাই১০:৩০এ স্লট!-চিনির টাইম স্লট ঘোষণা হতেই ট্রোল!
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“এই নায়িকা ওতো সুন্দর না। তাও ওকে সব জায়গায় ‘সুন্দরী’ বলা হয় কেন..!
দাদাগিরিতে সন্দিপ্তা,দেবচন্দ্রিমার মতো সুন্দরীরা থাকতে সৌরভ গাঞ্জুলি এই নায়িকাকে সেখানে পরিচয় দিতে গিয়ে ‘সুন্দরী অভিনেত্রী’ বলেছিলেন।
আবার ‘গভীর জলের মাছ’ সিরিসেও তৃনা,উশসির মতো ভালো দেখতে নায়িকার কথা না বলে একে সুন্দরী বলা হয় গসিপে..।
এর তো সব সিরিয়াল -ই ফ্লপ”