এক নজরে দেখে নিন বাংলা ধারাবাহিকের চলতি সপ্তাহের টিআরপি রেটিং তালিকা।

ধারাবাহিকের গল্প অভিনেতা অভিনেত্রীদের অভিনয় ও আরো নানান বিষয়ের উপর নির্ভর করে ধারাবাহিকের টিআরপি রেটিং ক্রমশ উঠানামা করতেই থাকে। প্রতি সপ্তাহে বের হয়ে নতুন টিআরপি লিস্ট। চলতি সপ্তাহে যে টিআরপি তালিকাটি প্রকাশ পেয়েছে তা দেখে চোখ কপালে উঠেছে সবার। টিআরপি তালিকায় প্রত্যেকটি ধারাবাহিকের আগের স্থান পুরোপুরি বদলে গিয়ে এক্কেবারে ওলট-পালট হয়ে গেছে ।
চলতি মাসের প্রথম সপ্তাহে ছিল দুর্গাপূজা তাই টিআরপিতে একটু ওঠানামা তো হতোই কিন্তু তাই বলে এক্কেবারে ওলট-পালট হয়ে যাবে লিস্ট! সেটাও কি সম্ভব!
সবার চোখে ধাঁধা লাগে, তালিকার এক্কেবারে উপরে অর্থাৎ এক নম্বরে চলে এসেছে গৌরী এলো। এবং প্রথম পাঁচের নিজের জায়গা করে নিয়েছে খেলনা বাড়ি।
তাহলে আসুন একবার ঝটপট দেখেনি চলতি সপ্তাহের টিআরপি তালিকা।
১. গৌরী এলো (৭.৫)
২.জগদ্ধাত্রী (৭.০)
৩.ধুলোকণা (৬.৭)
৪.গাঁটছড়া (৬.৫)
৫.খেলনা বাড়ি (৬.১)
৬.আলতা ফড়িং (৫.৯)
৭.মিঠাই (৫.৮), মাধবীলতা (৫.৮),সাহেবের চিঠি (৫.৮)
৮.অনুরাগের ছোঁয়া (৫.৭)
৯.নবাব নন্দিনী (৫.৪)
১০.পিলু (৪.৭)
১১.এক্কা দোক্কা (৪.৬)
১২. গুড্ডি (৩.৬) ,লালকুঠি (৩.৬)
১৩.উড়ন তুবড়ি (৩.৩)
১৪.বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.১)
১৫.দিদি No.1 S9 (২.৯)
১৬.গোধূলি আলাপ (২.৬)
১৭.শিশু ভোলানাথ (২.০)
১৮.রাধাকৃষ্ণ (১.৪) |
১৯.বিক্রম বেতাল (১.১)