বাংলা সিরিয়াল

‘এমনিতেই ৪৫ মিনিট লেট করেছে রাধিকা কলেজে ঢুকতে তারপরে আবার পোখরাজের সাথে কলেজ গেটে দাঁড়িয়ে বকবক করেই চলেছে, লীনা গাঙ্গুলির ধারাবাহিক বলেই এত বকবক!’-এক্কা দোক্কায় দীর্ঘ বকবকানি শুনে লিখলেন এক বিরক্ত নেটিজেন!

এক একটা ধারাবাহিকের এক এক রকম বৈশিষ্ট্য থাকে,যেমন ব্লুজের ধারাবাহিক মানেই টানটান নাটকীয় একটা উত্তেজনা থাকে , যেটা খেলাঘর, জগদ্ধাত্রীতে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, আবার এক্রো পলিশের ধারাবাহিক মানেই গল্পের মাঝখানে উঠে আসবে অতীতের ট্র্যাক, যেমনটা দেখা গিয়েছে সাঝেঁর বাতি তে এবং বর্তমানে গাঁটছড়া ধারা বাহিকে।

তেমনি লীনা গাঙ্গুলির ধারাবাহিক মানেই ড্রয়িং রুমে কনভারসেশন থাকবে এবং দীর্ঘ সংলাপ থাকবে এই দীর্ঘ সংলাপ দেখা গিয়েছে লীনা গাঙ্গুলীর সাম্প্রতিকতম ও ধারাবাহিক ধূলোকণা,গুড্ডি,এক্কাদোক্কায়।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কাতে প্রথম থেকেই দেখা যায় এক একটা এপিসোডে কত দীর্ঘ সংলাপ যেমন রাধিকা আর পোখরাজের বিয়ে হচ্ছে কিন্তু এই বিয়ে পোখরাজের বাড়ির লোক মানবে না , সেটা বোঝাবার জন্য একেকজনের মুখে কত বড় বড় সংলাপ দেওয়া হয়েছে আর সেই সংলাপ নিয়ে একটার পর একটা এপিসোড কেটে যাচ্ছে।

আবার রাধিকার ওপর শ্বশুরবাড়ির লোকেদের বিরূপ মনোভাব রাধিকার উপর করা অত্যাচার ইত্যাদি বোঝানোর জন্য দীর্ঘ দীর্ঘ সংলাপ দেখানো হয় এবং বেশিরভাগ সময় দেখানো হয় এক একটা এপিসোড একটা ঘরের কথোপকথনে শুরু এবং শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিছু মানুষ ভীষণভাবে উপভোগ করেন কিছু মানুষের কাছে আবার বিষয়টা বোরিং লাগে।

তবে সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে বেরোনোর মুখে এমনিতেই কলেজ যেতে লেট করে ফেলেছে রাধিকা, এই লেটের মধ্যেও আবার দেখানো হচ্ছে যে, কলেজের গেটের মুখে বকবক করে যাচ্ছে রাধিকা পোখরাজ, যা দেখে একজন নেটিজেন লিখেছেন যে, “মানছি লীনা ম্যামের ধারাবাহিকে একটু বক বক বেশি থাকে,
তাই বলে রাধিকা এমনিতেই
45 মিনিট দেরি
তারপর কলেজে এসেও দাড়িয়ে দাড়িয়ে পোখরাজের সাথে এত কথা বলে আরও সময় নষ্ট করার মানে কি ভাই ।।
আজকের “এক্কা দোক্কা”

Related Articles