বাংলা সিরিয়াল

‘তিন মাসে বন্ধ হয়ে যাওয়া বৌমা এক ঘরের ক্ষতে প্রলেপ পড়লো পঞ্চমীর টিআরপি দেখে’! ওপেনিং সপ্তাহে পঞ্চমী টপ টুয়ে আসতে কী বললেন নায়িকা সুস্মিতা?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পঞ্চমী প্রথম সপ্তাহেই 8.4 পেয়ে টিআরপি লিস্টে দ্বিতীয় স্থান অধিকার করল। এই প্রথম বাংলায় কোন ধারাবাহিক নির্মিত হলো ইচ্ছাধারী নাগিনকে নিয়ে এর আগে বেহুলা কে নিয়ে ধারাবাহিক গেলেও পুরোপুরি নাগিন বেসড ধারাবাহিক বাংলায় এর আগে দেখা যায়নি তাই এই ধারাবাহিকের ফল নিয়ে চিন্তা ছিল কিন্তু প্রথম সপ্তাহের টিআরপি বেরোনোই খুশি সকলেই। পঞ্চমী ধারাবাহিকে লিড রোলে অভিনয় করছেন রাজদীপ গুপ্ত এবং সুস্মিতা দে।

ধারাবাহিকে দেখানো হয় কুড়ি বছর আগে এক নাগ পঞ্চমীর রাতে জন্ম হয় পঞ্চমীর, সে আসলে এক ইচ্ছাধারী নাগিন কিন্তু সে নিজেই জানে না তার পরিচয় কারণ তাকে জন্ম দিয়েই তার মা মৃত্যুবরণ করেন কিছু মানুষের চক্রান্তে, তাই মায়ের মৃত্যুর পর পঞ্চমী বড় হতে থাকে নীলকন্ঠ মন্দিরের পুরোহিত মশায় এবং তার স্ত্রীর কাছে, স্বাভাবিকভাবেই তাই গ্রামের একটি মেয়ে হিসেবেই সে বড় হয়ে ওঠে এবং তার নিজের পরিচয় সম্পর্কে সে নিজেই এখনো অবধি কিছুই জানে না, অনেকেই ভেবেছিলেন বাংলায় এই ধারাবাহিক দর্শক কী ভাবে একসেপ্ট করবেন কিন্তু দর্শকরা প্রমাণ করলেন গল্প ভালো হলে আজও তারা ভিন্ন ধরার গল্প দেখেন।

শুটিং করতে গিয়ে কোমরে চোট পেয়েছেন সুস্মিতা তাই একদিনের বিরতি নিয়ে তিনি আপাতত ঘরবন্দী রয়েছেন। শুটিং থেকে এক দিনের বিশ্রাম নেওয়ার কারণে মন খারাপ হলেও ধারাবাহিকের টিআরপি নিয়ে বেশ খুশি অভিনেত্রী,“আমি খুব খুব খুশি। ভাষায় প্রকাশ করতে পারব না।”

কারণ অভিনেত্রীর এর আগে স্টার জলসায় করা ধারাবাহিকটি মাত্র তিন মাসের মাথায় শেষ হয়েছিল, যার কারণে তিনি বেশ মনে কষ্টে ভুগছিলেন, সেই সময় কথা বলার মত পরিস্থিতি তার ছিল না, এখন সেই ধাক্কা তিনি সামলে উঠতে পেরেছেন পঞ্চমীর টিআরপি দেখে, একটি সংবাদমাধ্যমিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “তিন মাসের মাথায় যখন আমার আগের ধারাবাহিক বন্ধ হয়ে যায় খুব দুঃখ হয়েছিল। আর তার পর প্রথম সপ্তাহেই নতুন মেগার এই ফল। পুরনো কষ্টে অনেকটা প্রলেপ দিল।”

Related Articles