বাংলা সিরিয়াল

*‘মেয়েবেলার কনসেপ্টটা নিয়ে বুড়িবেলা থুরি কার কাছে ক‌ই মনের কথা!’-একাধিক নারীর জীবন সংগ্রামের গল্প মেয়ে বেলার কনসেপ্ট নিয়ে কার কাছে কই মনের কথা কে তৈরি করা বলে ট্রোল করলেন দর্শক!*

কোন একটি ধারাবাহিকের থিমের মত যদি আরেকটি ধারাবাহিক আসে তাহলে পরবর্তীতে আসা ধারাবাহিকটিকে পূর্ববর্তীতে আসা ধারাবাহিকের কপি বলা হয় এবং সেই নিয়ে পরবর্তীতে আসা ধারাবাহিকটিকে প্রচুর সমালোচনা এবং ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয় তা আমরা আগেও বহুবার দেখেছি। যেমন স্টার জলসায় মধ্য বয়স্কা এক নারী জীবনে প্রচুর অবহেলা পাওয়ার পর গানের মধ্য দিয়ে নিজের পরিচিতি খুঁজে পেয়েছিল শ্রীময়ীর এই গল্পের পর যখন জি বাংলায় সর্বজয়া ধারাবাহিকটি এল যেখানে মধ্যবয়স্ক এক নারীর জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে এবং নাচ‌ই ছিল তার জীবন- তখন অনেকেই সেই ধারাবাহিকের প্রোমো দেখে বলেছিলেন এটি শ্রীময়ী টু। যদিও সর্বজয়া দেখার পর সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসেছেন মানুষ।

কারণ শ্রীময়ীতে যেখানে শ্রীময়ীর স্বামী অনিন্দ্য তাকে প্রথম থেকে অবহেলা করেছে যার কারণে শ্রীময়ী দ্বিতীয় বিয়ে পর্যন্ত করেছে রোহিত কে, সেই জায়গায় দাঁড়িয়ে সর্বজয়ার স্বামী প্রচন্ড সাপোর্টিভ ছিলেন প্রথম থেকে, একই রকম ভাবে বেশ কিছুদিন আগে স্টার জলসায় একটি নতুনত্ব কনসেপ্টের ধারাবাহিক এসেছে যে ধারাবাহিকটি একটি নয় একাধিক নারী জীবন সংগ্রামের গল্প বলে, ধারাবাহিক টির নাম মেয়ে বেলা। এই মেয়ে বেলা ধারাবাহিকটি আসার পরই জি বাংলায় মানালির স্নেহা বাসক-দত্তা অভিনীত আরেকটি ধারাবাহিকের রিলিজ হয়েছে ধারাবাহিকের নাম কার কাছে কই মনের কথা- এখানেও কোন লাভ এঙ্গেল নেই পঞ্চকন্যার জীবনের গল্প আছে- একাধিক জীবনের গল্প বলেছিল মেয়ে বেলা আর তারপরে একাধিক জীবনের গল্প এসেছে জি বাংলার এই প্রোমার মধ্য দিয়ে- তাই প্রচুর মানুষ কার কাছে কই মনের কথাকে বুড়ি বেলা বলে ট্রল করতে শুরু করেন।

 

“জলু কাকুঃ- এবার একটা নতুন কনসেপ্ট আনা যাক!
কি আনবো বলো? অনেক তো এক নারীর সংগ্রামের গল্প হলো এবার এক নয় একাধিক নারীর সংগ্রামের গল্প আনা যাক, ফ্লপ হবে না হিট হবে পরের কথা আগে এমন একটা নতুন কনসেপ্ট আনি কেমন?

ফাইনালি গল্প ভাবা শেষ এক নয় একাধিক নারীর গল্প নিয়ে আসছে “মেয়েবেলা”

জি কাকুঃ- ইস পাশের চ্যানেল এবারও নতুন কনসেপ্ট আনলো, ওটা থেকে যদি টুকলি করে জোড়াতালি দিয়ে একটা সিরিয়াল আনতে পারতাম
ভাবনা কিসের? আমরা তো পাশের চ্যানেলের সিরিয়ালের কনসেপ্টকেই জোড়া তালি দিয়ে কপি করে চলি, এবার এই মেয়েবেলার কনসেপ্টটা নেবো সাথে জোড়াতালি দিয়ে কিছু গল্প নেবো তাহলে কেউ কপি কপি করতে পারবেনা

আচ্ছা! তবে এটার নাম কি দেওয়া যায়? বুড়িবেলা দিলে কেমন হয়? কি যে বলেন বুড়িবেলা দিলে তো সবাই মেয়েবেলার কপি ধরে ফেলবে, তবে ওটা তো ফ্লপ হলো শুনলাম এটাকে সুপার হিট করার জন্য শুধু মেয়েবেলা থেকে কনসেপ্ট নিলেই হবেনা!
সহচরী, নিম ফুলের মধু, শ্রীময়ী থেকেও গল্প মিক্সড করতে হবে, কনসেপ্ট মেয়েবেলার হলেও স্টোরিটা এই সিরিয়াল গুলো থেকে জোড়াতালি দিতে হবে তাহলেই তো সুপার ডুপার হিট হবে

ঠিক আছে প্রমো বানাচ্ছি! প্রমো বানানো শেষ…..

এক নয় একাধিক নারীর গল্প নিয়ে আসছে “বুড়িবেলা” থুরি “কার কাছে কই মনের কথা”

লে জলু ফ্যানঃ- দেখ দেখ এই পিসি ফ্যান আর ঝি ফ্যানরা সারাদিন মেয়েবেলাকে বুড়িবেলা বুড়িবেলা বলে ট্রল করতো, এখন দেখ সেই বুড়িবেলা থেকেই তাদের কনসেপ্ট চুরি করতে হলো!
এখন কি বলবে তারা? এখন মুখ কই লুকাবে? লজ্জা থাকলে নিজেরা নতুন কনসেপ্ট আনুক সেই বুড়িবেলাকে কপি না করে

এসব দেখে লে ঝি + পিসি ফ্যানঃ- দূর কেনো যে এই মেয়েবেলাকে এতদিন বুড়িবেলা বলে ট্রল করতে গেলাম, এখন ওটার সস্তা কপি ভার্সনের চা*টতে হবে, যাইহোক এখন জলু ফ্যানদের কপি বলা থেকে বাচার জন্য সবাই মিলে ইউনিক কনসেপ্ট ইউনিক কনসেপ্ট বলে আওয়াজ তুলতে হবে
দূর! এত ঝামা খেয়েও আমাদের লজ্জা হয়না জি বাংলা এখন আমাদের আরো ঝামা খাওয়ার পথ তৈরি করে দিলো ”

Related Articles