বাংলা সিরিয়াল

চিতা থেকে হঠাৎ করেই মানুষ বেঁচে উঠছে, জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের কর্মকাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হল ট্রোল

বিনোদন জগতের অন্যতম অংশ হলো ধারাবাহিক। আর ধারাবাহিক জগতে দর্শকদের পছন্দ এবং অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো জি বাংলার ‘খেলনা বাড়ি’। ধারাবাহিকের গল্প খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে। তাই এই ধারাবাহিক বর্তমানে প্রত্যেকের পছন্দের তালিকায় রয়েছে।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মিতুলের ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ধারাবাহিকে তিনি একজন গ্রামের ডাকাবুকো মহিলা। আর পাঁচটা নারীর থেকে একেবারেই আলাদা মিতুল প্রতিবাদী স্বভাবের সে। তার অভিনয় বর্তমানে সকলেরই মন জিতে নিয়েছে।

বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মিতুল একটি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তার গায়ে গুলি লাগার ফলে হাসপাতালে ভর্তি ছিল সে। এরপর এই অনুরাধার চক্রান্তে রণো তাকে একটি ইঞ্জেকশন দেয়।

এবং সেই ইঞ্জেকশনের ফলে মিতুল সারা জীবনের মতো কোমায় চলে যায়। তার শরীরের প্রাণ থাকলেও চেতনা থাকবে না। আর এসবের পরে হাসপাতাল থেকে মিতুলের ডেট সার্টিফিকেট লিখে দেওয়া হয়। তাই সকলে মিলে ধরে নেয় মিতুল মারা গেছে। তাই মারা যাবার পর সেই মতোই একজন মানুষের মুখাগ্নি শুরু হয়।

কিন্তু, মুখাগ্নির ঠিক আগের মুহূর্তেই চিতা থেকে মিতুলের হাত ঝুলে পড়ে। আর সেই দেখেই সেখানে উপস্থিত কলি যে একজন পেশায় ডাক্তার সে সকলকে থামিয়ে ছুটে যায় মিতুলের কাছে। মিতুলের পায়ের পাতা টিপে সে বুঝতে পারে মিতুলের শরীরে এখনো প্রাণ রয়েছে।

আর এই দেখেই সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক নিয়ে কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। কি করে চিতা থেকে একটা মানুষ বেঁচে ওঠে এরকম ভাবে। আর তাছাড়া চিতায় শুয়ে থাকা মিতুলের মুখের মেকআপ দেখে শুরু হয়ে গেছে হাসাহাসি। চিতায় ওঠার সময় কে এরকম মুখে মেকআপ নিয়ে যায়। তাই নিয়ে শুরু হয়েছে ট্রোল।

Related Articles