বাংলা সিরিয়াল

‘ধারাবাহিকের নাম পঞ্চমী বলেই টিআরপিতে টপ টু হওয়ার পেছনে সব ক্রেডিট সুস্মিতার হয়ে যায় না, অনেক দিন পর রাজদীপের কামব্যাক করাটাও একটা প্লাস পয়েন্ট!’ বললেন এক পঞ্চমী ভক্ত!

একটা সময় প্রচুর মানুষ ছিলেন যারা বলতেন যে জি কন্যা স্টার জলসা তে এলেই সেই ধারাবাহিক ফ্লপ হবে, উদাহরণ স্বরূপ তারা দেবাদ্রিতা বসুর নাম করতেন, যিনি জি বাংলায় জয়ী ,আলো ছায়ার মতো ব্লকবাস্টার উপহার দিলেও স্টার জলসা এসে কৃষ্ণ ভক্ত মীরা করেছিলেন আর এই ধারাবাহিকটি ফ্লপ হয়েছিল, একইভাবে এই মানুষগুলো সুস্মিতা দের অভিনীত বৌমা এক ঘরের প্রসঙ্গ তুলতেন।

জি বাংলায় অপরাজিতা অপুর মত ব্লকবাস্টার ধারাবাহিক উপহার দেওয়ার পর স্টার জলসা সুস্মিতা দে কে নিয়ে আসে এবং তাকে দিয়ে ‘বৌমা এক ঘর’ করায়, এই ধারাবাহিকটি ফ্লপ হওয়ায় কিছু জন আবার জি কন্যাকে জলসায় আনার দিকে আঙুল তুলতে থাকেন।

এরপর বর্তমানে সুস্মিতা দে স্টার জলসায় একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন, এই ধারাবাহিকের নাম পঞ্চমী। ইচ্ছাধারী নাগিন কে নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিক এক সপ্তাহ হতে না হতে ইতিহাস মারাত্মক ফল করেছে, ৮.৪ টিআরপিতে এই ধারাবাহিক top 2 স্কোর করেছে। এরপর স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ সুস্মিতাদের প্রশংসা করেছেন, অনেকে বলেছেন যে,জি কন্যার জন্য‌ই পঞ্চমী হিট হল ‌

তাই দেখে এক জলসা ফ্যান বলছেন,“ জী কন্যা বা জলসা কন্যা এসব আমি বুঝিনা। কারণ একজন মানুষ কে যে চ্যানেল জন্ম দেয় সেটা আমার জানা ছিলো না। গল্প যদি ভালো হয় তাহলে তো trp ভালো হবেই! আজ পঞ্চমী তে সুস্মিতা রয়েছে বলেই যে Top 2 তে এসেছে বা সফলতা পেয়েছে এটা বলা ভুল। গল্পের নাম পঞ্চমী হলেই full credit সুস্মিতার হয়ে যায় না।পঞ্চমীর Casting, Script দেখে অনেকের ভালো লেগেছে তাই মানুষ সিরিয়াল টা দেখেছে।

সবচেয়ে বড় কথা রাজদীপ দীর্ঘ দিন পর TV তে Come Back করেছে এটাও পঞ্চমীর trp ভালো হওয়ার পেছনে plus point। তাছাড়া আজ সুস্মিতার জায়গায় যদি অন্য কেউ ও পঞ্চমী হিসেবে থাকতো তাহলেও মানুষ পঞ্চমী দেখতো! তাই full Credit একজনকে দিলে হবে না। সাহানা দত্ত নিজের Best টা দিয়ে পঞ্চমী লিখেছে তাই trp পেয়েছে। যারা পঞ্চমীর trp নিয়ে obsessed ছিল তাদের কাছে এর চেয়ে বেশি কিছু Clarify করার কোনো প্রয়োজন হবে না আশা করি”

Related Articles