বাংলা সিরিয়াল

‘সোনা রূপার পরিচয় নিয়ে অতিরিক্ত পর্ব গ্যাঁজানো এবং হাই ভোল্টেজ ড্রামার অনুপস্থিতি অনুরাগের টপারশিপ হারানোর কারণ!’ভিলেনের দৌরাত্ম্য কম করে সোনা রূপার সত্য দেখালে অনুরাগ টপ হতে পারে বলেই মত দর্শকের!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। জনপ্রিয় এই ধারাবাহিকে দীর্ঘ বেশ কিছু সময় ধরে সূর্য আর দীপার মধ্যে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করা হয়েছে, দর্শক যেটা মেনে নিতে পারছেন না কিছুতেই, কারণ ধারাবাহিক থাকলেই সেই ধারাবাহিকই রাগ অভিমান ভুল বোঝাবুঝি হবে সেটা স্বাভাবিক, কিন্তু সেটিকে যদি রবারের মতো দীর্ঘ করা হয়,তবে দর্শকে সেটা ভালো লাগে না কারণ তারা ছোট ছোট টুইস্ট দেখতে ভালোবাসে, কিন্তু অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাচ্ছে যে সোনা রূপা বড় হয়ে গেছে অথচ সূর্য এখনো এটাই জানতে পারেনি যে,মিশকা তাকে এতদিন ধরে ভুল বুঝিয়েছে, সে আসলে সন্তান জন্মদানে অক্ষম নয়, দীপা চরিত্রহীনা নয় সোনা রূপা তার নিজের সন্তান। বর্তমানে সূর্য দীপার ডিভোর্স ট্র্যাক চলছে,এই ট্র্যাকে তাদের মধ্যে ভালোবাসা, সুন্দর সম্পর্ক ইত্যাদি দেখানো হলেও তাদের দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান দেখানোর কোন লক্ষণই নেই নির্মাতাদের। যা দেখে রীতিমতো চটে যাচ্ছেন দর্শক।

তাদের বক্তব্য অলটাইম স্লট লিডার এই ধারাবাহিককে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য মিশকার পর্দা ফাঁস হওয়াটা খুব দরকার, কারণ লেবু বেশি কচলালে সেটা তিতো হয়ে যায় আর ধারাবাহিকে দীর্ঘদিন ধরে একই অধ্যায় দেখতে দেখতে দর্শক ও বিরক্ত হয়ে যাচ্ছেন, সেই কারণে একসময় তার বেঙ্গল টপার এই ধারাবাহিক টপারশিপ হারিয়ে বসেছে।

দর্শকরা রীতিমতো বিশ্লেষণ করে লিখেছেন কী কারনে এই ধারাবাহিক বেঙ্গল টপারের আসন হারিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে, “বিগত কয়েক মাস ধরে টেলিভিশন ও অনলাইনে সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”। বিগত দুসপ্তাহ ধরে ধারাবাহিকটি টপারশীপ হারা।এর পেছনের কারণ কি?
১।সোনা-রুপার পরিচয় নিয়ে অতিরিক্ত পর্ব গেঁজানো?
২.সম্প্রচারের সময় কম (সপ্তাহে ৫ দিন?
৩.ভিলেন এর অতিরিক্ত দৌরাত্ম্য?
৪.হাই ভোল্টেজ ড্রামার কমতি?
অনুরাগের ছোঁয়ার পূর্বের অবস্থানে ফিরে পাওয়ার কৌশল কি হতে পারে
১.দ্রুত সোনা-রুপার পরিচয় সবার সামনে আনা।
২.সম্প্রচার সময় বাড়ানো।
৩.হাই ভোল্টেজ ড্রামা আরো বাড়ানো। এসবই আমার মতামত। একজন অনুরাগের ছোঁয়ার দর্শক হিসেবে এ বিষয়ে আপনি কি বলেন?”

Related Articles