বাংলা সিরিয়াল

এবার রবীন্দ্রনাথের গানে কবিগুরুকে শুভেচ্ছা ডান্স বাংলা ডান্সে, রবীন্দ্র জয়ন্তী উদযাপনে হাজির থাকবেন সৌমিলি, সঙ্গে ঋষিতার স্পেশাল মাংসের ঝোলের রেসিপি

জি বাংলা (Zee Bangla)রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স(Dance Bangla Dance)। নাচের এই মহামঞ্চের ভক্ত ৮ থেকে ৮০ প্রত্যেকে। ক্ষুদে থেকে প্রাপ্তবয়স্ক সবাই নিজেদের নাচের জাদু দিয়ে মুগ্ধ করতে এসেছেন দর্শকদের মন। সঙ্গে মহাগুরুর আসনে দীর্ঘ ১০ বছরের খরা কাটিয়ে ফিরে এসেছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। তবে এবারের বিচারক মন্ডলীর আসনেও রয়েছে শুরুর থেকেই চমক। বলিউড-টলিউড মিলেমিশে একাকার। কারণ বলিউড কুইন মৌনি রায় যেমন রয়েছেন। তেমনি টলিউড ডিভা শ্রাবন্তী এবং শুভশ্রী রয়েছেন।

প্রতিযোগী হিসেবে দর্শক আবার ফিরে পেয়েছেন তাদের পছন্দের পান্তা ভাতের কুন্ডু দীপান্বিতাকে। তবে এবার ডান্স বাংলা ডান্স রবীন্দ্র জয়ন্তী উদযাপনে মেতে উঠেছে। রবীন্দ্রনাথের গানে গানে কবিগুরুর জন্মদিন আরো রঙিন করে তুলবেন প্রত্যেকটা প্রতিযোগী।

তবে কবিগুরুর জন্মদিন(Rabindra Jayanti) বলে কথা আর স্পেশাল কেউ আসবে না তা কি হয়! একেবারেই সম্ভব নয়। এবারে প্রতিযোগীদের সঙ্গেই নাচতে দেখা যাবে সৌমিলীকে। সৌমিলি নাচের পাশাপাশি অভিনয় জগতেও ব্যাপক জনপ্রিয়। তবে তার প্রথম ভালবাসা অবশ্যই নাচ।

তবে এবার ডান্স বাংলা ডান্সে নাচের পাশাপাশি দেখা যাবে রান্নার রেসিপি শেয়ার করতে। খুদে প্রতিযোগী ঋষিতা তার স্পেশাল মাংসের ঝোলের রেসিপি বলছে সবাইকে। আর অঙ্কুশ রয়েছে তার ছাত্র হিসেবে। প্রথমে চিনি তারপর জল সঙ্গে মাছের ঝোল দিয়ে তৈরি হল নতুন ধরনের মাংসের রেসিপি। যা শুনে হেসে কুটো পাটি প্রত্যেকে। এমন একটা মজাদার এপিসোড দেখতে চাইলে একেবারেই মিস করবেন না আপনি ডান্স বাংলা ডান্সের বিশেষ এই এপিসোড। চোখ রাখুন জি বাংলার পর্দায়।

Related Articles