বাংলা সিরিয়াল

‘দু’ঘণ্টা দম বন্ধ করে শিবার মাথায় জল ঢাললো মিতুল! কি সাংঘাতিক গাঁজা ভাবা যায়! কাকিমারা গাঁজা দেখা বন্ধ করেছেন এই অনেক!’-ছেলেকে বাঁচাতে মা মিতুলের মহা সংগ্রাম দেখে খিল্লি সোশ্যাল মিডিয়ায়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়িতে মিতুল আর ইন্দ্রর গল্পর পাশাপাশি অর্ককলির রসায়ন সকলের মন জয় করে নিয়েছিল, এই গল্প দেখতে দর্শকরা এতটাই পছন্দ করতেন যে এই ধারাবাহিককে হারানো এক কথায় রীতিমতো কঠিন হয়ে পড়েছিল প্রতিপক্ষ ধারাবাহিকের ক্ষেত্রে, সব সময় স্লটলিড করত এই ধারাবাহিক। তারপর মিতুল ইন্দ্রর সন্তান আদরের জন্ম দেখিয়ে ১৮ বছরের দীর্ঘ লিপ নেয়, দর্শক এটা মানতে পারেন নি, তাদের বক্তব্য ৩, ৪ বছরের লিপ নেওয়া যেতে পারতো বা ছয় সাত বছরের, এত দীর্ঘ বছরের গ্যাপিং নেওয়ার কোন প্রয়োজনই ছিল না, মিতুল কলি বুড়ো হয়ে যাওয়ায় তারা সেই ক্ষোভ সহজে ভুলতে পারেননি, সেই ফল গিয়ে পরে টিআরপিতে আর প্রথমবারের মতো খেলনা বাড়ি স্লট হারায় আর প্রতিপক্ষ ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ স্লট জিতে নেয়।

সম্প্রতি দেখানো হচ্ছে মিতুলের হারানো সন্তান আদর যার পরিচয় এখন শিবা, সেই শিবা মিতুলকে বাঁচাতে গুলি খায়, আর সন্তানকে বাঁচাতে মিতুলের মহা সংগ্রাম, মন্দিরের জল নিয়ে এসে নিঃশ্বাস বন্ধ রেখে শিবার মাথায় জল ঢালতে হবে, না হলে শিবা বাঁচবে না।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“খেলনা বাড়ি দেখে I‘m তো পুরো অবাআআআআআক!

মিতুলের মহাসংগ্রাম – তাকে মন্দিরের জল নিয়ে ১৫ মিনিট নিঃশ্বাস বন্ধ করে রেখে শিবার মাথায় জল ঢালতে হবে নাহলে শিবা বাঁচতে পারবেনা !
সমস্ত মুশকিলের সমাধানকারী মিতুল মা ১৫ মিনিট শ্বাস বন্ধ করে রেখে শিবার মাথায় জল ঢালে আর ম্যাজিক এর মত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শিবা !

খেলনা বাড়ি আমি ,আম্মু আর বাবা পুরো ফ্যামিলি হাসতে হাসতে পুরো শেষ -! আমার বাবার কমেন্ট “গাঁজার গুষ্টি শুদ্ধা পরিচালকের মাথায় ঢেলে দেওয়া উচিত””

সত্যি কি ১৫ মিনিট নিঃশ্বাস বন্ধ করেছিল মিতুল?
এই পোস্টে কমেন্ট করে একজন লিখেছেন যে,“বলা হয়েছিল ১৫ মিনিট টাইম লাগবে হসপিটালে যেতে তারপর একটি শর্টকাট রাস্তা বলা হয়, যেখানে বাইকে করে গেলে দুই থেকে তিন মিনিট সময় লাগবে, তাই গুগলি একজনের বাইক চেয়ে নিয়ে বাইকে করে গেছে দু তিন মিনিটে।”

আরেকজন আবার ১৫ মিনিট থেকে এক লাফে দু’ঘণ্টা লিখে দিয়েছে, তারপর খেলনা বাড়ি নিয়ে লিখেছেন,“মিতুল এক নিঃশ্বাসে দুই ঘন্টা দম বন্ধ করে মন্দির থেকে শিবার জন‍্য জন‍্য জল এনে হসপিটালে শিবার মাথায় ঢাললো।
কি সাংঘাতিক গাজা ভাবা যায়।

যাক কাকিমারা finally গাজা দেখা বন্ধ করলো এটাই অনেক।কাকিমাদের hats off.
mithai রাখি mam লেখে ঠিক আছে।এই souvik sir লিখলে দেখতে হত না।

আমি 2sec শ্বাস বন্ধ রাখতে পারে না এ কি না 2 ঘন্টা শ্বাস বন্ধ রাখলো।
(pic for attention )”যদিও এই পোষ্টের কমেন্টে একজন পোস্ট দাতার ভুল শুধরে লিখেছেন , দু ঘন্টা নয়, ৩ মিনিট

Related Articles