Stories

কেউ ১৭ তো কেউ মাত্র ১৯! অল্প বয়সেই কারো স্ত্রী কারো মা হয়ে উঠেছেন বাংলা ধারাবাহিকের এই অভিনেত্রীরা, জেনে নিন বাংলার ৫ অভিনেত্রীর জীবনের গল্প

ধারাবাহিক এখন মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। মানুষের রোজকার জীবনের একটা মূল অংশ হয়ে দাঁড়িয়েছে এই ধারাবাহিকগুলি। অভিনেতা-অভিনেত্রীরাও খুব সহজেই দর্শকের ঘরের লোক হয়ে ওঠে প্রতিদিন। ধারাবাহিক গুলি দেখতে দেখতে অভিনেতা অভিনেত্রীদের ভালোবেসে ফেলেন দর্শকেরা। তাই সকলেই তাদের প্রিয় অভিনেত্রী অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন। তারা বাস্তব জীবনে কি করেন, কোথায় থাকেন, তাদের পরিবারে কে কে আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু নিয়েই আগ্রহী হয়ে থাকেন দর্শকেরা।

তেমনি বিভিন্ন ধারাবাহিকের অভিনেত্রীদের দেখে অনেক সময় দর্শকের মনে হয় যে তাদের হয়তো পড়াশোনা শেষ স্কুল-কলেজ সবকিছু পেরিয়ে গিয়েছেন তারা। কিন্তু বাস্তবে এমনটা সবসময় হয় না। অনেক সময়ই জানা যায় যে যে সমস্ত অভিনেত্রীকে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি তারা কলেজ তো দূর স্কুলের গণ্ডিটুকুও পেরোয়নি এখনো। স্কুলে পড়াশোনা করতে করতেই অভিনয় জীবনের প্রবেশ করেছেন তারা। আবার কেউ কেউ সবেমাত্র কলেজে প্রবেশ করেছেন। আজ আপনাদের সেরকমই কয়েকজন বাংলা ধারাবাহিকের অভিনেত্রীর কথা জানাবো যারা পড়াশোনা জীবন শেষ না করেই অভিনয় জগতে প্রবেশ করেছেন।

১. দিতিপ্রিয়া রায় : অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, বর্তমানে আমাদের কারোর কাছেই দিতিপ্রিয়া অপরিচিত নয়। জি বাংলার রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে বিপুল পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। বর্তমানে সকলেই তাকে এক ডাকে চেনেন। রানী রাসমনি ধারাবাহিককে অভিনয় করার আগে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তবে রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে সকলের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। তারপরে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। হাতে একের পর এক কাজ রয়েছে তার। রানী রাসমণি ধারাবাহিকে যখন দিতিপ্রিয়া অভিনয়ের করতে শুরু করেছিলেন তখন স্কুলের গণ্ডিও পেরোয়নি তিনি। ২০২০ সালে ধারাবাহিক চলাকালীন উচ্চ মাধ্যমিক পাস করেন এবং বর্তমানে অভিনেত্রী আশুতোষ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। দিতিপ্রিয়া সোসিওলজি অনার্স নিয়ে পড়াশোনা করছেন সেখানে।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

২. মোহনা মাইতি : বর্তমানে মোহনাকে আমরা প্রত্যেকেই জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকে গৌরীর চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। অভিনেত্রীকে দেখে মনে হয় হয়তো কলেজে পড়াশোনা করেন কিন্তু জানিয়ে রাখি অভিনেত্রী এখনো স্কুলের গণ্ডিও পেরোয়নি। অভিনেত্রী সবেমাত্র দশম শ্রেণীতে পড়াশোনা করছেন। অর্থাৎ মাধ্যমিক ও দেননি এখনও অভিনেত্রী। জি বাংলার নাচে রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে অভিনয় করার সুযোগ পান মোহনা।

 

View this post on Instagram

 

A post shared by Mohana Maiti (@mohana_maiti)

৩. আরাত্রিকা মাইতি : এই অভিনেত্রীকে বর্তমানে আমরা জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। অভিনেত্রী ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মিতুলের ভূমিকায় অভিনয় করছেন। অভিনেত্রী সবেমাত্র ক্লাস ইলেভেনে পড়াশোনা করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Aratrika Maity (@aratrika_official_)

৪. শ‍্যামৌপ্তি মুদলি : অভিনেত্রী শ‍্যামৌপ্তি আমাদের সকল দর্শকের কাছে বেশ পরিচিত মুখ। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বেশ কিছু ধারাবাহিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীকে আমরা স্টার জলসার গুড্ডি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। বর্তমানে সে অমেঠি ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Shyamoupti Mudly2002 (@shyamoupti)

Related Articles