বাংলা সিরিয়াল

‘নিজেদের ভাবনার উপর নিজেদের নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন’, ইন্ডাস্ট্রিতে বেড়ে চলা আ;ত্ম;হ;ত্যা;র সংখ্যা থেকে ১৪ বছরেও বড় পর্দায় কাজ না পাওয়া সবকিছু নিয়ে অকপটে সন্দীপ্তা সেন

নতুন বছরে (New Year)একগাদা নতুন রেজোলিউশন নিয়ে বসে থাকেন অনেকেই। পুরনো বছরকে পেরিয়ে নতুন করে শুরু করে আর একটা বছর। তবে গত বছরটাও বেশ ভালোই উপভোগ করেছেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন(Sandipta Sen)। একাধিক কাজ করেছেন। সিরিয়াল থেকে ওয়েব সিরিজে গেছেন। ঘুরতে গেছেন পছন্দের মানুষের সঙ্গে। সবটা মিলিয়ে ভালোই কেটেছে তার।

নতুন বছরেও ইতিবাচক চিন্তা দিয়ে শুরু করেছেন। মুক্তির অপেক্ষায় তার আগামী সিরিজ ‘শিকারপুর'(Sikarpur)। সেই নিয়ে বেজায় উত্তেজিত অভিনেত্রী। তাই মন খুলে উত্তর দিলেন সমস্ত কথার। সম্প্রতি আনন্দবাজারের তরফ থেকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অকপটে নিজেকে মেলে ধরেছেন।

দেখতে দেখতে চৌদ্দ বছর পেরিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই কয়েক বছরে কি শিখলেন তিনি? উত্তরে জানিয়েছেন এটাই বুঝলাম ভালো কাজ করলে মানুষ ভালোবাসা দেবে। আর যদি মন দিয়ে নিজের কাজটা না করি তাহলে মানুষ ছুড়ে ফেলে দেবেন। তাই যে কাজটাই তিনি করেন মন দিয়ে করার চেষ্টা করেন। তবে এর জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করতে হয়নি তাকে।

জানালেন ছোট থেকেই তিনি এমন। কিভাবে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে কিভাবে কথা বলতে হবে সবকিছুই মেপেঝুপে করতে ভালবাসেন। কারণ বিশ্বাস করেন ভাবনার সঙ্গে কথা বলার কোন সামঞ্জস্য না থাকলে সমস্যা তৈরি হয়। আর সেই কারণেই মনোবিজ্ঞান বিষয়ের উপর তার এত টান।

কথা বললেন ইন্ডাস্ট্রিতে (Tollywood)বেড়ে চলা আত্মহত্যা নিয়েও। সন্দীপ্তা মনে করেন নিজেদের ভাবনার ওপর নিয়ন্ত্রণ রাখা খুব প্রয়োজন। তা না হলে আজকাল যা চলছে। কত বাচ্চা ছেলেমেয়েরা ধৈর্য হারিয়ে ফেলছে আত্মহত্যার সংখ্যা বেড়ে চলছে। সকলেরই মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। প্রতিদিন কোন না কোন ছেলে মেয়ে সিরিয়াল করছে। অল্প সময় খ্যাতি পাচ্ছে অনেক টাকা হাতে চলে আসছে। পরের মুহূর্তে নিজেকে কিভাবে সামলাবে সেই পরিস্থিতি সামলাতে পারছেনা তারা। যে কারণে এমন টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

তবে দুঃখ-অভিমান জমে রয়েছে তার মনের কোনেও। ১৪ বছর পরেও বড় পর্দায় মুখ দেখানোর জন্য কেউ ডাকেনি সন্দীপ্তাকে। সে ব্যাপারে অকপট অভিনেত্রী। জানালেন খারাপ লাগেনা বললে ভুল হবে। ভালো কাজ আসেনি তার কাছে। তবে অভিনেত্রী ধৈর্য ধরে রয়েছেন একদিন না একদিন ডাক আসবে। যদিও ধারাবাহিকের বাইরে গিয়ে নিজেকে একটু অন্যরকম দিয়ে নিয়ে গেছে তিনি। কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজে। তবে আপাতত লক্ষ্য বড় পর্দা।

Related Articles