রাজ্য

খোলা জায়গায় হবে মেলা, বিয়ে বাড়িতে যেতে পারবেন ২০০ জন! করোনা বাড়তে থাকে পরিস্থিতির মধ্যেই নতুন ছাড় দিল রাজ্য সরকার

ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির মধ্যে দাড়িয়ে চলতি মাসের শুরুতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানুয়ারির শেষ পর্যন্ত সেই লকডাউন বাড়ানো হলেও এবার বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে দেখা গেল রাজ্য সরকারকে। এদিন নবান্ন থেকে ঘোষণা করা অফিশিয়াল নির্দেশিকার মাধ্যমে এই সমস্ত নতুন নিয়ম জানানো হয়েছে জনসাধারণকে।

জানা গিয়েছে খোলা জায়গায় মেলা করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি বিয়েবাড়িতে ৫০ জন নয় বরং ২০০ জন পর্যন্ত অতিথি উপস্থিত থাকতে পারবেন বলে জানা গিয়েছে। তবে বাকি বিধি-নিষেধ আগের মতোই থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার

লোকাল ট্রেন এবং মেট্রো ৫০% যাত্রী নিয়ে চলাচল করবে। পাশাপাশি বন্ধ থাকবে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়।
তবে মাসের শুরুতে করোনা আক্রান্তের হার ছিল ১৫.৯৩ শতাংশ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ শতাংশেরও বেশি। তাই কিভাবে এই পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার ছাড় দিতে পারে সেই প্রশ্ন তুলেছে বিরোধী দল। প্রসঙ্গত এর আগে গঙ্গাসাগর মেলা নিয়েও বিক্ষোভ দেখা গিয়েছিল জনসাধারণের মনে। বিয়ে বাড়ি এবং মেলার ক্ষেত্রে ছাড় দেওয়ায় আরো একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে নেটিজেনদের একটি বড় অংশকে।

Related Articles