‘পাল্টিবাজদের দলে ফেরালে তৃণমূলকে সমর্থন করবো না’! অর্জুন সিং দলে ফিরতেই দেবাংশুকে পুরোনো পোস্ট তুলে খোঁচা দিলেন অভিনেতা জয়জিৎ
অতীতে একাধিকবার দল ছেড়ে যারা চলে গিয়েছিলেন তাদেরকে ফের শাসক দলে ফেরানো নিয়ে সরব হতে দেখা গিয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে। মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হওয়ার পর দল ছেড়ে যারা চলে গিয়েছিলেন তাদেরকে যদি তৃণমূলে আসার অনুমতি দেওয়া হয়, তাহলে তৃণমূল ছেড়ে অন্য কোনো সমভাবাপন্ন দলকে সমর্থন করার কথা জানিয়েছিলেন তিনি।
এমনকি আম আদমি পার্টি কিংবা কংগ্রেসের কথাও শোনা গিয়েছিল তার মুখে। তবে এবার বিজেপি ছেড়ে অর্জুন সিং ফের শাসকদলের ফিরতেই সেই পুরনো পোস্ট মনে করিয়ে দিয়ে দেবাংশু ভট্টাচার্যকে তীব্র খোঁচা মারতে দেখা গেল অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়কে। প্রসঙ্গত তৃণমূল ত্যাগ করে যারা চলে গিয়েছেন তাদেরকে দলে যাতে না নেওয়া হয় সে বিষয়ে জোরদার সওয়াল করতে দেখা গিয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে। তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া অর্জুন সিং ফের তৃণমূলে ফিরে আসায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিন নেটিজেনদের অনেককেই সমর্থন করতে দেখা গিয়েছে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি অনেককেই দেখা গিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে পুরনো প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়ে সমালোচনামূলক মন্তব্য ছুড়ে দিতে। সব মিলিয়ে এই মুহূর্তে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।