বাংলা থেকে পুরি সহ ২৪টি ট্রেন বাতিল, রইলো তালিকা, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বাতিল ২৪’টি ট্রেন, জেনে নিন
খুব সম্প্রতি বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই মুহূর্তে ভারতীয় রেল যাত্রী সুরক্ষার উপর জোর দিচ্ছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন বাতিল করে জোর কদমে কাজ চলছে লাইন ইন্টার লকিংয়ের। এই কাজের জন্য ট্রেন বাতিল করার দরুন খুব স্বাভাবিকভাবেই বিপাকে সাধারণ যাত্রীরা। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে দূরপাল্লার ২৪টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশনের থার্ড লাইনে ইন্টারলকিংয়ের কাজ চলছে। আর এই কারণের জন্যই ৩১ জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই লাইনে বাতিল হয়েছে একাধিক ট্রেন।
বাতিল ট্রেনের তালিকা:
১) ১২৮২১ শালিমার থেকে পুরি- ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ,
২) ১২৮২২ পুরি থেকে শালিমার- ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি,
৩) ১২০৭৩ হাওড়া থেকে ভুবনেশ্বর- ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি,
৪) ১২০৭৪ ভুবনেশ্বর থেকে হাওড়া- ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি,
৫) ১৮০৩৭ জাজপুর কেওনঝড় রোড থেকে খড়্গপুর জংশন- ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি,
৬) ১৮০৩৮ খড়্গপুর জংশন থেকে জাজপুর কেওনঝড় রোড- ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি,
৭) ১৮০৪৫ শালিমার থেকে হায়দরাবাদ- ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি,
৮) ১৮০৪৬ হায়দরাবাদ থেকে শালিমার- ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি,
৯) ২২৮৫৩ শালিমার থেকে বিশাখাপত্তনম- ১ ফেব্রুয়ারি,
১০) ২২৮৫৪ শালিমার থেকে বিশাখাপত্তনম- ২ ফেব্রুয়ারি,
১১) ১২৮৮১ শালিমার থেকে পুরি- ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি,
১২) ১২৮৮২ পুরি থেকে শালিমার- ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি,
১৩) ১২২৪৫ হাওড়া থেকে যশবন্তপুর- ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি,
১৪) ১২২৪৬ যশবন্তপুর থেকে হাওড়া- ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি,
১৫) ২২৮৩৫ শালিমার থেকে পুরী- ২ ফেব্রুয়ারি,
১৬) ২২৮৩৬ পুরী থেকে শালিমার- ১ ফেব্রুয়ারি,
১৭) ০৮০১১ ভজনপুর থেকে পুরী- ৩ ফেব্রুয়ারি,
১৮) ০৮০১২ পুরী থেকে ভজনপুর- ৪ ফেব্রুয়ারি,
১৯) ২২৮৭৪ বিশাখাপত্তনম থেকে দিঘা- ৩ ফেব্রুয়ারি),
২০) ২২৮৭৩ দিঘা থেকে বিশাখাপত্তনম- ৪ ফেব্রুয়ারি।