বাংলা সিরিয়াল

‘ফুল বউ ইন্দ্রাক্ষীর জীবনের ঘটনা নিয়েই রাঙা বউয়ের মূল গল্প লেখা!’ রাঙা বউ ধারাবাহিক কুশের রোগটা যে ফুল বউয়ের মধ্যেই আছে তা অবশেষে স্বীকার করলেন ইন্দ্রাক্ষী দে!

ছোট পর্দার যারা নিয়মিত দর্শক তারা খুব ভালো করেই চেনেন ইন্দ্রাক্ষী নাগকে। ছোট পর্দার একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি, সম্প্রতি জি বাংলার একটি নতুন ধারাবাহিক ‘রাঙ্গা ব‌উ’তে ফুল বৌ অর্থাৎ চিত্রলেখার ভূমিকায় অভিনয় করেন ইন্দ্রাক্ষী, ধারাবাহিকে তার চরিত্রটি নেতিবাচক, সব সময় রাঙা বউয়ের পেছনে লেগে থাকে সে। রাঙা বৌ কে অপদস্ত করবার জন্য নানান রকম ফন্দি ফিকির আঁটতে থাকে সে। তবে পর্দা তে নেতিবাচক চরিত্র হলেও বাস্তবে কিন্তু যথেষ্ট পজেটিভ তিনি।

ব্যক্তিগত জীবনে চিত্রলেখার চরিত্রটি পর্দার অভিনীত চরিত্রের থেকে পুরো আলাদা। তিনি সম্পূর্ণ একজন পজেটিভ মানুষ। দশ বছর ধরে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। প্রথমে দেবদাস ধারাবাহিকের মধ্যে দিয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখলেও তারপর ‘সাত পাকে বাঁধা’,‘ সেদিন দুজনে ’,‘দীপ জ্বেলে যায়’,‘ কে আপন কে পর’,‘ যমুনা ঢাকি’,‘রানী রাসমণি’,‘মহাপীঠ তারাপীঠ’এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় নিজের জায়গা করে নিয়েছেন ইন্দ্রাক্ষী।

তবে একাধিক ধারাবাহিকে তাকে কাজ করতে দেখা গেলেও কখনোই পরপর একধারে কাজ করে যাননি তিনি, তার দুটো কাজের মধ্যে খানে তিনি সময় নিয়েছেন। এর কারণ হিসেবে একটি সাক্ষাৎকারে তিনি জানান, সব সময় কাজ করে গেলে একজন অভিনেতা বা অভিনেত্রী নিজের জন্য, নিজের পরিবারের জন্য সময় দিতে পারেন না, সেটা তিনি করতে চান নি,তাই তিনি পরপর কাজ করেন নি।

এরপর সাক্ষাৎকারে ইন্দ্রাক্ষী আরো জানান যে, রাঙ্গা ব‌উতে কুশ যেমন সবকিছু ভুলে যায়, বাস্তব জীবনে অভিনেত্রী নিজেও তেমনি অনেক কিছু ভুলে যান। তিনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যান, যেমন একবার তার মাকে গাড়ি করে বাজারে নিয়ে গিয়ে মাকে সেখানে দাঁড় করিয়ে নিজেই ভুল করে বাড়ি ফিরে চলে এসেছিলেন, এরকম অনেক ঘটনা তার সাথে ঘটেছে।

তবে আজ পরিস্থিতির চাপে, দায়িত্ববোধের জন্য অনেকটা কর্তব্য পরায়ণ হয়ে উঠেছেন তিনি।
তবে এই কথায় জানাজানি হওয়ার পর রাঙা বৌ ভক্তরা বলছেন, তবে কি কুশের জীবন কাহিনীটা ইন্দ্রাক্ষীর ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়েই লেখা?

Related Articles