বাংলা সিরিয়াল

অনবদ্য অভিনয়! কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে অভিনেতা কৌশিক চক্রবর্তীর অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শক

বাংলা ছোট পর্দার জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন কৌশিক চক্রবর্তী। এই অভিনেতাকে চেনেন না বাংলায় এমন দর্শক বোধহয় নেই। জাদরেল খলনায়ক থেকে দায়িত্ব ও কর্তব্য সম্পন্ন বাবার চরিত্র। সবেতেই অনবদ্য এই অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতা বরাবর বিশেষ পছন্দের দর্শকমহলে। যদিও ছোট ছোট পর্দা নয় বড় পর্দাতেও তিনি বিশেষ প্রশংসিত।

তাঁর চরিত্রের ক্ষেত্রে বিভিন্ন রকম রিসার্চ আপনি দেখতে পাবেন। যেমন নেতাজি ধারাবাহিকে নেতাজির আদর্শবান বাবার চরিত্রে তিনি বেশ নজর কেড়েছিলেন। ফান্দে পড়িয়া বগা কান্দে সিনেমাতে তাঁর খলনায়কের চরিত্র বেশ চোখে লেগেছিল দর্শকের। আবার বেহুলা ধারাবাহিকের চাঁদ সওদাগরের মতো গুরু গম্ভীর চরিত্রেও খুব সহজেই তিনি মন জয় করেছিলেন দর্শকের। আবার শুধু ছোট পর্দা বা বড় পর্দা নয় ওয়েব সিরিজেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন এই অভিনেতা।

জাতিস্মর নামক একটি ওয়েব সিরিজে আমরা তাঁকে দেখতে পেয়েছি বেশ রাগী একটি চরিত্রে। এরই সাথে আবার বলতেই হয় স্টার জলসার বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের কথা। এই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ কমলার বাবার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি তাঁকে। শুরু হওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে এই ধারাবাহিক তেমনি অভিনেতার চরিত্রটিও।

অনুরাগীরা মনে করেন কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং। অভিনেতার কাছে ও ঠিক ততটাই চ্যালেঞ্জ যে চরিত্রটি। তা সত্ত্বেও এই চরিত্রটি দর্শকমহলে এতটাই প্রশংসিত হচ্ছে যে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ তাঁর দর্শকেরা। তারা বলেছেন কৌশিকের অনেক অভিনয়ে তারা দেখেছেন। তবে এই চরিত্র যেন একেবারে নতুন। মনে হয়েছে যেন এই চরিত্রের জন্য অভিনেতা নিজেকে একেবারে খোলসা করে মেলে ধরেছেন।

একজন অনুরাগী যেমন লিখেছেন, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রটি মনে হয় কৌশিক চক্রবর্তীর। সিরিয়াল দেখার খাতিরে ওনার অভিনীত অনেক চরিত্র দেখেছি। তবে এমন চরিত্র একেবারে নতুন। মনে হচ্ছে দাদা নিজের খোলস ছেড়ে এক নতুন অবতারে এসেছেন। যেই মানুষটি চন্দ্রধর বনিক ও ভিম চরিত্রে নিজেকে সেরা রাগী প্রমাণ করেছেন। যে মানুষটি সুভাষ বসুর বাবার চরিত্রে স্নেহ কি সেটা দেখিয়েছেন। সে মানুষটি ট্র্যাজেকমেডি করছেন ভাবা যায়? আমি রোজ এনাকে দেখি আর মুগ্ধ হই’।

Related Articles