বাংলা সিরিয়াল

“আমরা সিডকে মা বাবা ছাড়া বড় হতে দেখেছি কিন্তু সিডের বাচ্চাকে এমন কোনো পরিস্থিতিতে দেখতে চাই না” – সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হবে মিঠাইয়ের, এমন আশঙ্কা করে এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোরদার প্রতিবাদ

বর্তমানে জি বাংলা কথা বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো “মিঠাই”। ধারাবাহিক এখন ঠিক কি চলছে তা আমরা সকলেই জানি। মিঠাই আর সিদ্ধার্থ বাবা-মা হতে চলেছে। তাই মোদক পরিবারে এখন শুধুই খুশির আমেজ। পরিবারের সকলেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে মিঠাইকে নিয়ে। বিশেষত হবু বাবা সিদ্ধার্থের একেবারে মাথা খারাপ হয়ে গিয়েছে। এদিকে সিদ্ধেশ্বর মোদক সকলের সামনে একেবারে এনাউন্স করে দিয়েছিলেন যে “গোপাল আসছে বলে কথা”। তবে বাড়ির বড় বউ সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। সে বলে, “গোপাল কেন, কন্যা সন্তানও তো আসতে পারে”। দাদু আবার নিজের ভুল শুধরে নিয়ে বলেন “যেই আসুক, সুস্থ সন্তান আসুক”। এই সবকিছু নিয়েই মেতে রয়েছে মোদক পরিবার।

তাই আপাতত উচ্ছে বাবু আর মিঠাইয়ের “সিধাই” মুহূর্ত দেখানো হচ্ছে ধারাবাহিকে। সিদ্ধার্থ সবসময় শুধু প্ল্যানিং করে চলেছে মিঠাইয়ের কি করা উচিত আর কি করা উচিত নয়। কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয়। সকালে ঘুম থেকে উঠার থেকে রাতে ঘুমোতে যাওয়ার সময় অবধি সবটুকু ঠিক করে দিচ্ছে সিদ্ধার্থ। কিন্তু আবার এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জল্পনা।

কেউ কেউ ভাবছেন ধারাবাহিক হয়তো শেষ হয়ে যাবে। আর সেই স্লটের জন্য দেখানো হতে পারে আদিত্য আগারওয়ালের কোন ষড়যন্ত্রে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হবে মিঠাইয়ের। যদিও এই পুরো ঘটনাই দর্শকের একেবারেই কল্পনার। তাদের এতদিনের ধারাবাহিক দেখার অভিজ্ঞতা থেকে তাদের মাথায় এটাই ঘুরছে যে মিঠাই এর মৃত্যু দিয়েই হয়তো লেখিকা শেষ করবেন এই ধারাবাহিক। আর যার জেরেই সোশ্যাল মিডিয়াতে এত জল্পনা কল্পনার সূত্রপাত।

সোশ্যাল মিডিয়াতে একজন লিখেছেন, “মিঠাই শেষ হোক তাতে কোনো সমস্যা নেই, কারণ যার শুরু আছে তার শেষ আছে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আজেবাজে গল্প দিয়ে যেন সিরিয়ালটা গাঁজাখুরি না বানানো হয়,,,, কারণ আমরা সিধাই এর Happy ending চাই”। কেউ আবার লেখিকাকে অনুরোধ জানিয়ে বলছেন, “লেখিকা ম্যাম,অনুরোধ করছি আপনার আগের সিরিয়ালগুলোর মত মিঠাইয়ের দশা করবেন না। ইউনিক মিঠাই যেন ইউনিক-ই থাকে।হ্যাপি এন্ডিং চাই আমরা”। আবার কেউ চাইছেন ধারাবাহিক তাদের মনের মত ছিল ত তেমনি থাকুক। তাই লিখছেন, “হ্যাঁ, আমরা সিডকে মা বাবা ছাড়া বড় হতে দেখেছি কিন্তু সিডের বাচ্চাকে এমন কোনো পরিস্থিতিতে দেখতে চাই না”।

প্রসঙ্গত একসময় এই ধারাবাহিকটি ছিল বঙ্গ সেরা। তাও শুধু একবার দুবার নয় ৫৬ বার বঙ্গ সেরা হয়ে রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স করেছিল মিঠাই। কিন্তু দিন দিন ধারাবাহিকের টিআরপি কমতে থাকে। আর এখনই ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে। যার কারনে ধারাবাহিকের স্লট পরিবর্তন হয়ে গিয়ে সন্ধ্যে ৬ টার স্লটে দেখানো হচ্ছে এই ধারাবাহিক। এছাড়াও ধারাবাহিকের গল্পে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। যদিও এসব ঘটনা ঘটার দরুন সোশ্যাল মিডিয়াতে বহুবার শোনা গিয়েছিল ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন। মুখ্য চরিত্রের মিঠাই অর্থাৎ সৌমি নিজে জানিয়েছিলেন, “ধারাবাহিক যদি বন্ধ হয় তাহলে দর্শক নিজেরাই তা বুঝতে পারবেন। তবে আমি বলব, কবে সিরিয়াল বন্ধ হবে সেটা না ভেবে মিঠাই দেখতে থাকুন। যা দেখানো হচ্ছে তা উপভোগ করুন”।

Related Articles