বাংলা সিরিয়াল

প্রথম দিনেই হিট শ্রীমান পৃথ্বীরাজ! একরাশ স্নিগ্ধতা আর হাসি মজা দিয়ে ঠাসা গল্প! ঠিক যেন ব্রিটিশ আমল ফিরে এল ৩০ মিনিটের জন্য

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্টার জলসার(Star Jalsha) পর্দায় এলো শ্রীমান পৃথ্বীরাজ ও কমলা(Sriman Pritwiraj o Kamala)। দীর্ঘদিন ধরে আসছে আসছে দেখতে দেখতে যখন দর্শক প্রায় খেপে উঠেছিলেন ঠিক তখনই একদিন এলো ধারাবাহিকের সময়সূচী।

অতীতের জনপ্রিয় সিনেমা তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ গল্পকেই এবার ছোট পর্দায় তুলে আনা হয়েছে। আর প্রথম দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিক। এতটা ভালো ওপেনিং হবে ধারাবাহিকের এটা অনেকেই ভাবতে পারেননি। নতুন পুরনো সব মিলিয়ে একরাশ মুখ ধরা দিয়েছে প্রথম দিনেই।

সেই নিয়ে এক ভক্ত একরাশ ভালোবাসাও উজার করে দিয়েছে ধারাবাহিককে নিয়ে। লিখেছেন,’অ্যাক্র ফাটিয়ে দিয়েছে!!সত্যি এতো ভালো গল্প বোঝতে পারিনি!মুহূর্তের মধ্যে ব্রিটিশ আমলে চলে গিয়েছিলাম!
শ্রীমান পৃথ্বীরাজ ছোট বউ এর ছেলে তবু বড় বউ কতো ভালোবাসে আর এদের মিষ্টি সম্পর্ক সতিনে সতীনে!
অন্যদিকে কুটনি শ্রীময়ী আছে শ্রীমান পৃথ্বীরাজের পিসি!
আবার নায়কা কমলা ওই স্নিগ্ধ যেমন পারে ইংলিশ গান গাইতে তেমন বাঙালি গান!
আছে কুটনি পটলের তুলি,সে এখানেও কুটনি!আছে গাঁটছড়ার পিসি এখানেও কুটনি পিসি!
শ্রীমান পৃথ্বীরাজের প্রতিদ্বন্দ্বী হলো গোপালের গোপাল!
সর্বোপরি হাসি মজা খুনসুটি ও এক রাশ স্নিগ্ধতা নিয়ে শুরু হলো গল্পটি!
সত্যিই চ্যালেঞ্জিং গল্প!’

বাংলা সাহিত্যের প্রবাদ প্রতীম লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ। যে গল্প নিয়ে আবার ১৯৭২ সালে তরুণ মজুমদার সিনেমা বানিয়ে ছিলেন। যার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অয়ন ব্যানার্জি এবং মহুয়া রায়চৌধুরীকে। বলা বাহুল্য এই ছবি বাঙালির কাছে এখনো ভীষণ প্রিয়। সেই গল্পকে এবার টেলিভিশনের পর্দায় তুলে আনার প্রচেষ্টা করেছে স্টার জলসা।

Related Articles