বাংলা সিরিয়াল

মিঠাইয়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমে ঝড়ো হাওয়ায় উড়ে গেল বালি ঝড়? দূরবীন দিয়ে খুঁজতে হবে জলসার ধারাবাহিককে

একটি ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করছেন সেটা সবথেকে ভালো বোঝা যায় তার টিআরপি তালিকাতে রেটিং কতটা। সব ক্ষেত্রে যেমনটা হবে এটা একেবারেই নয়। তবে বর্তমানে যেটা টিআরপিতে তবে সেটাই দর্শকদের সবথেকে পছন্দের এমনটাই ধরে নেওয়া হয়। যদি সেটা পছন্দের না হয় তাহলে সেটা জায়গা পায়না টিআরপি তালিকাতে।

এই নিয়ে জি বাংলা এবং স্টার জলসার লড়াই বহুদিনের। গত বছর থেকে এই বছর দুই চ্যানেলে একটার পর একটা নতুন ধারাবাহিক এসেছে মেকাতে পারফরম্যান্স ভালো না করতে পেরে হঠাৎ মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে কোন কোন ধারাবাহিক।

এই তালিকায় সফলভাবে ছুটতে স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। বর্তমানে বাঙ্গালীদের অন্যতম পছন্দের ধারাবাহিক এটি। নতুন বছরের শুরু থেকেই এই ধারাবাহিক টিআরপি তালিকাতে রাজ করছে। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের সেটিং ৯.০। দুর্দান্ত এক কাম ব্যাক করেছে এই ধারাবাহিক। কারণ প্রত্যেকটা সপ্তাহেই থাকছে হাইভোল্টেজ এপিসোড। তাই আর কিছুদিনের মধ্যে যে দশে দশ পাবে এমনটাও আশা করেন বহু দর্শক।

উল্লেখ্য কৃষ্ণ বর্ণের মেয়ে দীপার জীবনের গল্প দিয়ে পথচলা শুরু করে এই ধারাবাহিক। তারপর সে ভালোবেসে ফেলে এক চিকিৎসক সূর্যকে। গায়ে রংয়ের জন্য বিভিন্ন সময় কটাক্ষ বিদ্ধ হলেও তাকে সমানভাবে ভালোবেসে যায় সূর্য। তবে তাদের মাঝে দেওয়াল তুলে দেয় মিশকা। দিনের পর দিন সূর্য এবং দীপাকে ভুল বোঝাতে থাকে সে।

তবে বর্তমানে এই ধারাবাহিকে আবার নতুন করে প্রাণ এ নিচে দুই খুদে সদস্য সোনা এবং রুপা। যে কারণে টিআরপি তালিকাতে আবার নিজেদের সেরার জায়গা ধরে রেখেছে ধারাবাহিক। দুই বোনের মধ্যে একজন ফর্সা অন্যজন কালো। অর্থাৎ তাদের বাবা-মায়ের মতোই। অথচ দুই মেয়ে আলাদা মানুষ হচ্ছে।

কিন্তু টিআরপি তালিকার দিকে দেখলে দেখা যাচ্ছে মিঠাই আবার একটু একটু করে নিজের পুরনো জায়গা ফিরে পাচ্ছে। উল্টোদিকে তার প্রতিপক্ষ চ্যানেলে শুরু হওয়া ধারাবাহিক বালি ঝড় কার্যত ঝড়ো হাওয়ায় উড়ে গিয়েছে। মিঠাইয়ের টিআরপি রেটিং যেখানে ৬.৬ সেখানে বালিঝড়ের রেটিং মাত্র ৩.৩।

যদিও এর আগেও মিঠাই ভক্তরা জানিয়ে দিয়েছিল তাদের সঙ্গে প্রতিযোগিতায় কোন ধারাবাহিক টিকে উঠবে না। এবার যেন সেই ফলাফল হাতেনাতে পাওয়া গেল। যবে থেকে বালি ঝড় শুরু হয়েছে তবে থেকে মিঠাইয়ের কাছে গো হারা হেরে এসেছে এই ধারাবাহিক। এমনকি লীনা গাঙ্গুলী কোনরকম ম্যাজিক দেখাতে পারছে না নিজের নতুন ধারাবাহিকের ক্ষেত্রে। হেরেই যাচ্ছে মিঠাইয়ের কাছে। এবার চলুন কখনো দেখে নেওয়া যাক ভালো ফলাফল করা প্রথম দিকের ধারাবাহিকগুলি…

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৫)

তৃতীয়- গৌরী এলো (৮.০)

চতুর্থ -খেলনা বাড়ি (৭.৯)

পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)

Related Articles