বাংলা সিরিয়াল

প্রথম সপ্তাহেই বাজিমাত করে ‘পঞ্চমীর’ জায়গায় বাংলা মিডিয়াম! মিতুলের পোস্টমর্টেম দেখিয়েই বাজিমাত খেলনা বাড়ির! জয় অক্ষুন্ন রাখল নিম ফুলের মধু, মিঠাই!

টিআরপির খেলা কখন যে কীভাবে ঘুরে যায় তা কেউ বলতে পারে না। আজ যে ধারাবাহিক বঙ্গ সেরা কাল সে ধারাবাহিকের অবস্থান ঘুরে যেতে পারে, আবার গতকাল যে ধারাবাহিক ছিল বঙ্গ সেরা দ্বিতীয় ধারাবাহিকের স্থানে আজ সেই ধারাবাহিকে টিআরপি কমে তা ছিটকে যেতে পারে বঙ্গ সেরা ৩ ধারাবাহিকের থেকে। টিআরপি এতটাই অনিশ্চিত যে তা আগে থেকে অনুমান করা যায় না। আসলে কতকাল একটা ধারাবাহিক টানটান উত্তেজনা ধরে রাখতে পারবে তার ওপর নির্ভর করে টিআরপি? গত সপ্তাহে আমরা দেখেছি জগদ্ধাত্রী বঙ্গ সেরা ধারাবাহিক হয়েছিল আর প্রথম সপ্তাহে এসেই বাজিমাত করেছিল ইচ্ছাধারী নাগিন কেন্দ্রিক ধারাবাহিক পঞ্চমী, বঙ্গ সেরা দ্বিতীয় ধারাবাহিক হয়েছিল পঞ্চমী, তবে এই সপ্তাহে দেখা যাচ্ছে পঞ্চমী টিআরপি একটু কমেছে, অন্যদিকে জয়যাত্রা অক্ষুন্ন রেখেছে জগদ্ধাত্রী।

রাত্রি আটটা থেকে সন্ধ্যে ছয়টাতে গিয়েও নিজের কেরামতি দেখিয়ে দিয়েছে জি বাংলার বহু পুরাতন ধারাবাহিক মিঠাই, অন্যদিকে মৃত মিতুল কে জ্যান্ত করার এপিসোড এনে সাড়ে ছয়টার স্লট রীতিমত কাঁপিয়ে দিয়েছে খেলনা বাড়ি! অন্যদিকে প্রবল সমালোচিত হলেও ওপেনিং সপ্তাহেই বাজিমাত করেছে স্টার জলসার বাংলা মিডিয়াম। চলুন দেখে নেওয়া যাক বঙ্গসেরা ৫টি ধারাবাহিক কী কী?

এই সপ্তাহের বঙ্গ সেরা ৫ ধারাবাহিক হলো-

১ম। জগদ্ধাত্রী (৯.২) (বঙ্গ সেরা)
২য়। খেলনা বাড়ি | অনুরাগের ছোঁয়া (৮.৩)
৩য়। গৌরী এলো (৮.০)
৪র্থ। বাংলা মিডিয়াম | পঞ্চমী (৭.৮)
৫ম। নিম ফুলের মধু (৭.৬)
OPENIN
•• বাংলা মিডিয়াম – 7.8
•• তোমার খোলা হাওয়া – 4.0

পুরো টি আর পি তালিকা-

গুড্ডি (৪.৩) | দিদি No.1 S9 (৩.৯)

নবাব নন্দিনী (৫.৯) | মিঠাই (৬.৫)

সাহেবের চিঠি (৬.৪) | খেলনা বাড়ি (৮.৩)

গাঁটছড়া (৬.৬) | জগদ্ধাত্রী (৯.২) (বঙ্গ সেরা)

আলতা ফড়িং (৭.৩) | গৌরী এলো (৮.০)

বাংলা মিডিয়াম (৭.৮) [Opening] | নিম ফুলের মধু (৭.৬)

পঞ্চমী (৭.৮) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)

এক্কা দোক্কা (৬.৩) | সোহাগ জল (৫.১)

অনুরাগের ছোঁয়া (৮.৩) | তোমার খোলা হাওয়া (৪.০) [Opening]

হরগৌরী পাইস হোটেল (৫.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.১)

গোধূলি আলাপ (৩.৩) | উড়ন তুবড়ি (২.৮) [Last Week]

রাধাকৃষ্ণ (১.৮) | শিশু ভোলানাথ (২.১)

NON FICTION শো গুলির টি আর পি-
রান্নাঘর (১.০)
সা রে গা মা পা (৫.০)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৩)
Dance Dance Junior (৪.৬)

Related Articles