বাংলা সিরিয়াল

‘রোগা কৃষ্ণেন্দুর বুকে গুলি ভেদ করে অরণ্যের বুকে গিয়ে লাগলো! রোগা বলে কুচ ভি!’-অতীতের জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা কে নিয়ে তুমুল রোস্ট করলেন Amusing Rii!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিলো ‘বোঝে না সে বোঝে না।’ বহু বছর আগে এই ধারাবাহিকটি হতো। অরন্যর এটিটিউড আর পাখির সহজ সরল প্রাণবন্ত চরিত্র একটা আলাদা কেমিস্ট্রি তৈরি করেছিল। দর্শকদের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকে একটি ভিলেন চরিত্র ছিল তার নাম ছিলো,কৃষ্ণেন্দু।
সে সম্পর্কে অরণ্যের জামাইবাবু ছিল, স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও পাখির প্রতি তার দুর্বলতা তৈরি হয়ে গিয়ে ছিলো এবং পাখিকে পছন্দ করবার জন্য সে সব সময় অরণ্য আর পাখির মাঝখানে দূরত্ব সৃষ্টি করতো।

এই ধারাবাহিকে দেখানো হয়ে ছিলো যে, অরণ্য আর পাখির বিয়ের মধ্যেখানে উপস্থিত হয় কৃষ্ণেন্দু‌। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কৃষ্ণেন্দু যেমন অরণ্য আর পাখির জীবনে বাধা সৃষ্টি করেছে ঠিক সেই রকম ভাবেই অরণ্য আর পাখির বিয়ের ক্ষেত্রেও কৃষ্ণেন্দু একটা বাধা সৃষ্টি করেছিল।

সেই সময় অরণ্যের বুকে গুলি লাগে আর অরণ্য নিরুদ্দেশ হয়ে যায় তারপরে নতুন বেশে আবার ফিরে আসে অরণ্য। ধারাবাহিক টা যারা দেখেছেন তারা এই গল্পটা মোটামুটি সবাই জানেন তবে Amusing Rii এই বিষয়টা নিয়ে রোস্ট শুরু করলেন।

রোস্টিং ভিডিও তে তিনি বলেছেন যে, বিয়ের মন্ডপে পাখির এক্স চলে এসেছে এবং তারপর দেখা যাচ্ছে যে সে অরণ্যর পায়ে পড়ে কান্নাকাটি করছে। ঠিক এই সময় কৃষ্ণেন্দুর বুকে একটা গুলি লাগে সে ছিটকে পড়ে যায় কিন্তু তারপর দেখা যায় গুলিটা কৃষ্ণেন্দুর বুকে নয়, অরণ্যের বুকে লেগেছে, কীভাবে লেগেছে সেটা আর‌ও অদ্ভুত! দেখা যায় যে কৃষ্ণেন্দুর বুক ভেদ করে গুলিটা অরণ্যের বুকে গিয়ে লেগেছে এই জায়গায় Amusing Rii বলে মানে কুচ ভি! কেউ রোগা বলে যা খুশি তাই বলে দেবেন, আর সেটা মেনে নিতে হবে।

এরপর আরো দেখা যায় গুলি লাগার পরে অরণ্য পিছুতে শুরু করেছে কিন্তু সে যখন পিছিয়ে যাচ্ছে তখন তাকে কেউ এসে ধরছে না এরপর সে যখন একেবারে লঞ্চের কিনারে চলে এসেছে তখনও তাকে কেউ ধরছে না সবাই হা করে তাকিয়ে আছে! এরপর অরণ্য যখন পড়ে যাবে তখন পাখির হুশ ফিরল সে দৌড়ে গেল অরণ্যকে বাঁচাতে কিন্তু অরণ্যকে ধরতে পারল না অরন্যর বদলে অরণ্যের গলার মালা ধরে ফেলল!-এই সবটা নিয়ে রোস্ট ভিডিও করেছে রি আর সবদেখে খচে বোম হয়ে গিয়েছেন পাখি অরণ্যের অনুরাগীরা।

Related Articles